ভাইরাল – মহারাষ্ট্রের পুণেতে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যেখানে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা খালি হাতে একটি প্রকাণ্ড সাপ ধরে তার গলায় মাফলারের মতো জড়িয়ে ফেলেন। পুণের মুলশি এলাকার কাসার অম্বোলি গ্রামের বাসিন্দা শকুন্তলা সুতার নামের ওই বৃদ্ধা বাড়ির উঠোনে লুকিয়ে থাকা নির্বিষ সাপটিকে সাহসিকতার সঙ্গে ধরে ফেলেন। তাঁর উদ্দেশ্য ছিল নির্বিষ সাপ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।
ভিডিওতে দেখা যায়, কাঠবোর্ডের পিছনে লুকিয়ে থাকা বিশালাকার সাপটিকে বৃদ্ধা খালি হাতে টান দিয়ে বাইরে নিয়ে আসেন। এরপর সাপটির মাথা ও লেজ ধরে শূন্যে তুলে ধরে ক্যামেরার সামনে তাকিয়ে মাফলারের মতো গলায় জড়ান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন বৃদ্ধার সাহস দেখে স্তম্ভিত হলেও তাঁর চোখে-মুখে ভয়ের কোনো ছায়া দেখা যায় না।
ভিডিওটি ‘সত্যাগ্রহ’ নামে এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে এবং দ্রুতই ভাইরাল হয়ে বহু মানুষ দেখেছেন। ভিডিও দেখে নেটিজেনরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ বৃদ্ধার সাহসের প্রশংসা করেছেন, আবার অনেকে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে সাপের সঙ্গে এমন ঝুঁকি নেওয়ার আগে সাবধান হওয়া উচিত। এক নেটাগরিক লিখেছেন, “বৃদ্ধার সাহসিকতাকে কুর্নিশ, তবে সাপ নিয়ে এভাবে কাজ করার আগে দশ বার ভাবা দরকার।”
এই ভিডিওটি এখন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে একজন বৃদ্ধার অসাধারণ সাহস এবং একই সঙ্গে এর ঝুঁকি নিয়েও জনসাধারণের মধ্যে নানা ভাবনা উসকে দিয়েছে।
