খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় চিনা মেডিক্যাল টিম, ভারতের প্রস্তাবে অস্বস্তিতে বিএনপি

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় চিনা মেডিক্যাল টিম, ভারতের প্রস্তাবে অস্বস্তিতে বিএনপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে চিনের পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে। আরও একটি চিনা বিশেষজ্ঞ দলের মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসায় ইতিমধ্যেই যুক্ত হয়েছেন ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা। বিএনপির উদ্যোগেই বিদেশি বিশেষজ্ঞদের ঢাকায় আনা হয়েছে।

মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চিকিৎসায় সবরকম সাহায্যের বার্তা দিলেও বিএনপি এখনও সরকারের কোনও সহায়তা নেয়নি। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে চিকিৎসার খরচ সরকার বহন করার কথা থাকলেও দলীয় তহবিল থেকেই সব ব্যয় মেটানো হচ্ছে।

দলীয় সূত্র জানাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দেওয়ায় বিএনপি নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে। ভারতীয় চিকিৎসকদের আমন্ত্রণ জানানো হবে কি না—এই প্রশ্নে দল বিভ্রান্ত। এর রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে চিন্তায় আছেন নেতারা।

কয়েক মাস আগে ঢাকায় বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ যাত্রীদের চিকিৎসায় ভারত সরকার চিকিৎসক দল পাঠিয়েছিল। এবারও মোদীর প্রস্তাব আসার পরে কূটনৈতিক প্রটোকল অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকেই। কিন্তু দলীয় নেতারা আশঙ্কা করছেন—ভারতীয় চিকিৎসকদের ডেকে আনলে ভোটের আগে নয়া দিল্লির প্রতি নরম মনোভাবের ছাপ পড়বে জনমনে।

খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের সময় থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছিল। দিল্লির অভিযোগ ছিল, তাঁর আমলেই বাংলাদেশে ভারতবিরোধী শক্তি মাথাচাড়া দেয়। পরবর্তীকালে একাধিক চুক্তি নিয়েও বিএনপি আপত্তি জানিয়েছে। এমনকি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সফরের সময় নির্ধারিত সাক্ষাৎ বাতিল করায় ভারতের ক্ষোভ আরও বেড়ে যায়। সে প্রেক্ষাপট মাথায় রেখে বর্তমানে ভারতীয় সহযোগিতা গ্রহণ করা নিয়ে দ্বিধায় নেতারা।

অন্যদিকে চিনা মেডিক্যাল টিম ঢাকায় পৌঁছালেও বেজিংয়ের শীর্ষ নেতৃত্বের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। চিনা রাষ্ট্রদূতের উদ্যোগেই বিশেষজ্ঞ দল ঢাকায় এসেছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করায় বিএনপির অস্বস্তির মাত্রা আরও বেড়েছে।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তাব উঠলেও চিকিৎসকেরা দীর্ঘ বিমান যাত্রার ঝুঁকির কথা বলে তা নাকচ করেছেন। বিকল্প হিসেবে কলকাতা, দিল্লি বা মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসার কথা ভাবা হলেও সেক্ষেত্রে ভারতের চিকিৎসা সহায়তা নেওয়া ছাড়া উপায় থাকে না। আর এটাই রাজনৈতিকভাবে সবচেয়ে বড় দোটানা তৈরি করেছে বিএনপির সামনে।

নেতাদের অনেকেই মনে করছেন, ভারতের সহযোগিতা নিলে নির্বাচনের আগে বিএনপিকে ভারতবিরোধী অবস্থান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে। ফলে খালেদা জিয়ার চিকিৎসা ও ভোটের রাজনীতি—এই দুইয়ের দ্বন্দ্বে পড়ে বাংলাদেশে অন্যতম বড় রাজনৈতিক দলটি গভীর সংকটে রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top