খালের জলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু ৬০ বছরের বৃদ্ধের ! ঘটনা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চাঁদপাল গ্রামের! মৃত বৃদ্ধের নাম অনিল পা্ত্র ! ১৩বছরের এর এক বালক এর চেষ্টাতেও বাঁচলো না বৃদ্ধের প্রান ,খালের জলের স্রোতেও লাফ দিয়ে শত চেষ্টার পরেও বৃদ্ধা কে বাঁচাতে পারলো না ওই বালক ,কান্নায় ভেঙ্গে পরে আফসোস ১৩ বছর বালক শিবা দোলোই এর!
স্হানীয় সূত্রের খবর আজ সকাল নাগাদ গরূ মাঠে নিয়ে আসে ওই বৃদ্ধ তারপর স্নানে নেমে জলের স্রোতে ভেসে যায়, তখনই ভেসে যাওয়া বৃদ্ধ কে দেখে প্রানের ঝুঁকি নিয়ে লাফ মারে ওই বালক,একা চেষ্টা চালিয়েও ব্যার্থ হয় সে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৬০এর বৃদ্ধ অনিল পাত্রের! খবর যায় পরিবারের লোকজন দের কাছে ঘটনাস্থলে পরিবারের লোকজন এসে দেহ উদ্ধার করে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইলের চাঁদপাল এলাকায়!
আরও পড়ুন – ফের আদিবাসীদের দৃষ্টি আর্কষন বিজেপির, এবার আদিবাসী গৃহে মধ্যাহ্নভোজন সৌমিত্র লকেটের
উল্লেখ্য, খালের জলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু ৬০ বছরের বৃদ্ধের ! ঘটনা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চাঁদপাল গ্রামের! মৃত বৃদ্ধের নাম অনিল পা্ত্র ! ১৩বছরের এর এক বালক এর চেষ্টাতেও বাঁচলো না বৃদ্ধের প্রান ,খালের জলের স্রোতেও লাফ দিয়ে শত চেষ্টার পরেও বৃদ্ধা কে বাঁচাতে পারলো না ওই বালক ,কান্নায় ভেঙ্গে পরে আফসোস ১৩ বছর বালক শিবা দোলোই এর!
স্হানীয় সূত্রের খবর আজ সকাল নাগাদ গরূ মাঠে নিয়ে আসে ওই বৃদ্ধ তারপর স্নানে নেমে জলের স্রোতে ভেসে যায়, তখনই ভেসে যাওয়া বৃদ্ধ কে দেখে প্রানের ঝুঁকি নিয়ে লাফ মারে ওই বালক,একা চেষ্টা চালিয়েও ব্যার্থ হয় সে ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৬০এর বৃদ্ধ অনিল পাত্রের! খবর যায় পরিবারের লোকজন দের কাছে ঘটনাস্থলে পরিবারের লোকজন এসে দেহ উদ্ধার করে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইলের চাঁদপাল এলাকায়!