খাস কলকাতায় সাংসদের বাড়ির অদূরে অটোর মধ্যে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার – চাঞ্চল্য! শনিবার ভোররাতে হরিদেবপুরের একচল্লিশ পল্লি এলাকায় একটি গ্যারেজে রাখা ছিল একটি অটো।আর তার ভিতর থেকেই মিলল ১৯টি বোমা ও একটি আগ্নেয়াস্ত্র।জিনিসগুলি উদ্ধার করে পুলিশ বলে জানা গিয়েছে।সূত্রের খবর,যে জায়গায় এই অটোটি দাঁড়িয়েছিল, তার খুব কম দূরত্বেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীর বাস।
কিন্তু কে বা কারা অটোর মধ্যে বোমা বা আগ্নেয়াস্ত্র রেখেছিল বর্তমানে তার তদন্তেই নেমেছে পুলিশ বলে জানা গিয়েছে।বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদ এবং দলের দক্ষিণ চব্বিশ পরগণার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, ‘হরিদেবপুর মিলনী ক্লাবের তরফে ওই গ্যারেজটি ভাড়া দেওয়া হয়েছিল৷ ফিনান্স সংস্থা বিভিন্ন গাড়ি এনে সেখানে রাখত৷ কীভাবে কী হয়েছে, তা পুলিশ তদন্ত করে দেখছে৷’সূত্রের খবর, একটি ফিনান্স সংস্থাকে হরিদেবপুরে একটি ক্লাবের জায়গার মধ্যেই ভাড়া দেওয়া ছিল গ্যারেজ। কোনও অটোর কিস্তির টাকা বাকি পড়লে সেই অটোগুলিকে এনে ওই গ্যারেজে রাখা হত বলেই জানা গিয়েছে।
আর ও পড়ুন কিছুক্ষণের কালবৈশাখীতে লন্ডভন্ড নদীয়ার এই এলাকা
এছাড়াও,জানা গিয়েছে ভবানীপুর এলাকার বাসিন্দা এক ব্যক্তির মালিকানাধীন একটি অটোকেও দিন কুড়ি আগে ওই ফিনান্স সংস্থার লোকজন নিয়ে এসে ওই গ্যারেজে রেখেছিল৷এদিকে, সূত্রের খবর মারফত শনিবার ভোর রাতেই সেই অটোতেই তল্লাশি চালিয়েছিল হরিদেবপুর থানার পুলিশ৷ আর ঠিক তখনই সেই অটোর ভিতর থেকে উদ্ধার হয় ১৯টি বোমা, একটি আগ্নেয়াস্ত্র ও দু’ রাউন্ড গুলি৷
এদিকে এমনিতেই রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী এই এলাকারই বাসিন্দা। তাই সবসময়ই ওই রাস্তায় কমবেশি পুলিশি প্রহরা থাকেই৷ কিন্তু বর্তমানে প্রশ্ন হল এরপরেও কীভাবে ওই অটোর মধ্যে বোমা, আগ্নেয়াস্ত্র মেউ বা কারা রাখতে পারর! জানা গিয়েছে,যেখানে অটোটি রাখা ছিল, তার উল্টোদিকেই হরিদেবপুর ৪১ পল্লি ক্লাব রয়েছে যেখানে সবসময়ই লোকজন গমগম করেন। ক্লাবের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ বলে জানা গিয়েছে। খাস কলকাতায়



















