খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গোৎসবের সুচনা করলো মালদার সুকান্ত স্মৃতি সংঘ।এবারের তাদের পুজোর থিম মিশরের পিরামিড। এদিনের খুঁটি পূজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার সহ মহিলা ও পুরুষ সদস্যরা। ঢাক বাদ্যি ও পুরোহিতের পূজো উচ্চারনের মধ্য দিয়ে খুঁটি পূজো করা হয়।
এবছর মহানন্দা ক্লাবের পূজো ৪৪তম বছর।
প্রতিবছর নতুন থিমের পূজোর আয়োজন করে তারা। এবছর তাদের পূজোমন্ডপের থিম মিশরের পিরামিড। মন্ডপে মিশরের পিরামিড ও জ্যান্ত উঁট থাকবে মন্ডপের আশপাশে। দর্শনার্থীও প্রচুর হবে। সেই কারনে ট্রাফিক সহ সমস্ত রকম ব্যবস্থাও থাকবে। কাউন্সিলর দুলাল সরকার বলেন বিগত দুই বছর করোনা আবহে ছোট করে পূজো হয়েছিল। এই বছর করোনা কিছুটা হলেও লাগাম টেনেছে। সেই কারনে একটু বড় করে পূজোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে এবছর এলাকার মহিলারাও এগিয়ে এসেছে। ফলে আশা করছি এবছর দর্শনার্থীদের সমাগম হবে প্রচুর। মানুষ এখানে মিশরের পিরামিড দর্শনের আনন্দও উপভোগ করতে পারবে। ফলে মিশর দেখার জন্য বাইরে পাড়ি দিতে হবে না। থাকবে জ্যান্ত উঁট।
আরও পড়ুন – তৃনমূল নেতা- মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিল
উল্লেখ্য, খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গোৎসবের সুচনা করলো মালদার সুকান্ত স্মৃতি সংঘ।এবারের তাদের পুজোর থিম মিশরের পিরামিড। এদিনের খুঁটি পূজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার সহ মহিলা ও পুরুষ সদস্যরা। ঢাক বাদ্যি ও পুরোহিতের পূজো উচ্চারনের মধ্য দিয়ে খুঁটি পূজো করা হয়।
এবছর মহানন্দা ক্লাবের পূজো ৪৪তম বছর। প্রতিবছর নতুন থিমের পূজোর আয়োজন করে তারা। এবছর তাদের পূজোমন্ডপের থিম মিশরের পিরামিড।
মন্ডপে মিশরের পিরামিড ও জ্যান্ত উঁট থাকবে মন্ডপের আশপাশে। দর্শনার্থীও প্রচুর হবে। সেই কারনে ট্রাফিক সহ সমস্ত রকম ব্যবস্থাও থাকবে। কাউন্সিলর দুলাল সরকার বলেন বিগত দুই বছর করোনা আবহে ছোট করে পূজো হয়েছিল। এই বছর করোনা কিছুটা হলেও লাগাম টেনেছে। সেই কারনে একটু বড় করে পূজোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে এবছর এলাকার মহিলারাও এগিয়ে এসেছে। ফলে আশা করছি এবছর দর্শনার্থীদের সমাগম হবে প্রচুর। মানুষ এখানে মিশরের পিরামিড দর্শনের আনন্দও উপভোগ করতে পারবে। ফলে মিশর দেখার জন্য বাইরে পাড়ি দিতে হবে না। থাকবে জ্যান্ত উঁট।