অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ টাকার কাছাকাছি খুচরো কয়েন এর বস্তা উদ্ধার করল বীরভূমের নানুর থানার পুলিশ। যা নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়। নানুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে , ধুলিয়ান থেকে কলকাতাগামী একটি লাক্সারি বাসে এক টাকা ও দুই টাকা খুচরো কয়েন এর বস্তা পাচার করা হচ্ছিলো। আমাদের কাছে এই খবরটি আসে , সাথে সাথে পুলিশ পাঠিয়ে বাদশাহী রোডের ওপর বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। মোট পাঁচটি বড় বস্তা থেকে খুচরো কয়েন গুলো উদ্ধার করা হয়।
তার মধ্যে একটি বস্তা তে এক টাকার কয়েন ছিল , বাকি চারটি বস্তা তে দুই টাকার কয়েন ছিলো। পুলিশ আরো জানায়, বাসের চালক, টিকিট সংগ্রহী, খালাসী তিনজন কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দাবী , মালদা জেলার ধূলিয়ান থেকে এক ব্যাক্তি বস্তাগুলো বাসে চাপিয়ে দেয়। বস্তার ভাড়া বাবদ সম্পূর্ণ টাকা মিটিয়ে জানিয়ে দেয় কলকাতায় নির্দিষ্ট এক ব্যক্তি বস্তাগুলো নামিয়ে নেবে। ইতিমধ্যে ধূলিয়ানের সেই বস্তা চাপানো ব্যক্তিকে বাসকর্মীদের বয়ান অনুযায়ী চিহ্নিত করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের একটি তদন্তকারী দল ধুলিয়ানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ এিপাঠী জানিয়েছেন , ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন – সমগ্র দেশের পাশাপাশি আমাদের রাজ্যে ও বাড়ছে হ্যাকার দের দৌরাত্ম
উল্লেখ্য, অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ টাকার কাছাকাছি খুচরো কয়েন এর বস্তা উদ্ধার করল বীরভূমের নানুর থানার পুলিশ। যা নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়। নানুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে , ধুলিয়ান থেকে কলকাতাগামী একটি লাক্সারি বাসে এক টাকা ও দুই টাকা খুচরো কয়েন এর বস্তা পাচার করা হচ্ছিলো। আমাদের কাছে এই খবরটি আসে , সাথে সাথে পুলিশ পাঠিয়ে বাদশাহী রোডের ওপর বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। মোট পাঁচটি বড় বস্তা থেকে খুচরো কয়েন গুলো উদ্ধার করা হয়। তার মধ্যে একটি বস্তা তে এক টাকার কয়েন ছিল , বাকি চারটি বস্তা তে দুই টাকার কয়েন ছিলো।
পুলিশ আরো জানায়, বাসের চালক, টিকিট সংগ্রহী, খালাসী তিনজন কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দাবী , মালদা জেলার ধূলিয়ান থেকে এক ব্যাক্তি বস্তাগুলো বাসে চাপিয়ে দেয়। বস্তার ভাড়া বাবদ সম্পূর্ণ টাকা মিটিয়ে জানিয়ে দেয় কলকাতায় নির্দিষ্ট এক ব্যক্তি বস্তাগুলো নামিয়ে নেবে। ইতিমধ্যে ধূলিয়ানের সেই বস্তা চাপানো ব্যক্তিকে বাসকর্মীদের বয়ান অনুযায়ী চিহ্নিত করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের একটি তদন্তকারী দল ধুলিয়ানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ এিপাঠী জানিয়েছেন , ঘটনার তদন্ত শুরু হয়েছে।