
রেকর্ডিং স্টুডিওতে তুলনায় ইয়াবড়ো এক হেডফোন কানে লাগিয়ে গান গাইছে অলি। তাও আবার যে সে গান নয়। অরিজিৎ সিং-এর গাওয়া বেশ কঠিন নোটের একটি জনপ্রিয় গান। সম্প্রতি সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যেখানে শুরুতেই দেখা যাচ্ছে কারও পরোয়া না করেই স্টুডিওময় কার্যত লাফিয়ে বেড়াচ্ছে এই খুদে শিল্পী। এরপরই কেউ একরকম জোর ধমক দিয়েই দাঁড় করালেন অলিকে।আর তারপরই শুরু হল অলির ম্যাজিক। গেয়ে ফেলল জলের মতো মুখস্থ সাংহাই ছবির সেই বিখ্যাত স্যাড সং “দুয়া”।



















