তৃনমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো বাঁকুড়ায় । জানা গিয়েছে, লাঠি দিয়ে পিটিয়ে এক তৃনমূল কর্মীকে খুন করা হয় বাঁকুড়ায় । শনিবার রাতে বাঁকুড়ার তালডাংরা থানার মান্ডি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তৃণমূল কর্মীর নাম বিপ্লব রায় (৪৮)। তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে চম্পট দেয় দুস্কৃতিরা ।
ঘটনায় গুরুতর আহত হন বিপ্লব রায় । গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে । পুলিশ এই ঘটনায় অভিযুক্ত এক মহিলা সহ আট জনকে গ্রেফতার করেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দল প্রতিষ্ঠার পর থেকেই তৃণমূলের সঙ্গে ছিলেন বিপ্লব রায় । ভরা বাম জমানাতেও সিপিএম এর রক্তচক্ষু উপেক্ষা করে বুক চিতিয়ে এলাকায় তৃণমূলের দলীয় কর্মসূচী পালন করতেন বিপ্লব রায় । পরবর্তীতে তিনি কৃষি সেচ দফতরে চাকরী পেলেও দলের কাজ ছাড়েননি ।
আর ও পড়ুন পাহাড়ে এখনও অব্যাহত ধস, রীতিমত আতঙ্কে পাহাড়বাসী
পরিবার সূত্রে জানা গেছে শনিবার রাত দশটা নাগাদ গ্রামের রাস্তার ধারে কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে গল্প করার সময় আচমকাই বিপ্লব রায় এর উপর চড়াও হয় বেশ কয়েকজন দুস্কৃতি । লাঠি দিয়ে বিপ্লব রায় এর মাথায় সজোরে আঘাত করা হয় । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বিপ্লব রায় । এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুস্কৃতিরা । পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ।
বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “ ঘটনার তদন্ত শুরু হয়েছে । বিশ্বজিৎ চক্রবর্তী সহ আট অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । ধৃত আট জনের মধ্যে একজন মহিলা । মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে” ।