নোয়াপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার হলো বিজেপি নেতা ।গোপাল মজুমদার খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো নোয়াপাড়া থানার পক্ষ থেকে বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়কে। গত ২৫ জানুয়ারি রাতে নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল মজুমদারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিজয় মুখোপাধ্যায়। সেই সময়ে তৃণমূল কংগ্রেস নেতা গোপাল মজুমদারকে বেছে নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয় বলে গতকালই অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
শনিবার গোপাল মজুমদার বাড়ি থেকে খানিকটা দূরেই খুন হওয়ার ঘটনায় অভিযোগ ওঠে বিজয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শনিবার রাতেই বিজয় মুখোপাধ্যায় কে নোয়াপাড়া থানা পুলিশ আটক করে এবং রবিবার তাকে গ্রেপ্তার দেখানো হয় নোয়াপাড়া থানা পুলিশের পক্ষ থেকে ।
আর ও পড়ুন কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার শিবপুরে
ধৃতের বিরুদ্ধে 302/34/120B এবং 25/27 অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। রবিবার দুপুরেই সিআইডি তদন্তের জন্য নিহত তৃণমূল কংগ্রেসের গোপাল মজুমদারের বাড়ীতে যায় ব্যারাকপুরের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) অজয় ঠাকুরের নেতৃত্বে সিআইডির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
তদন্তকারী আধিকারিকরা কথা বলেন প্রয়াত গোপাল বাবুর বাড়ীর লোকের সঙ্গে এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন এবং সেগুলি ফরেনসিক বিভাগে পাঠায় পরীক্ষা করার জন্য।
উল্লেখ্য, নোয়াপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার হলো বিজেপি নেতা ।গোপাল মজুমদার খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো নোয়াপাড়া থানার পক্ষ থেকে বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়কে। গত ২৫ জানুয়ারি রাতে নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল মজুমদারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিজয় মুখোপাধ্যায়। সেই সময়ে তৃণমূল কংগ্রেস নেতা গোপাল মজুমদারকে বেছে নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয় বলে গতকালই অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
শনিবার গোপাল মজুমদার বাড়ি থেকে খানিকটা দূরেই খুন হওয়ার ঘটনায় অভিযোগ ওঠে বিজয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শনিবার রাতেই বিজয় মুখোপাধ্যায় কে নোয়াপাড়া থানা পুলিশ আটক করে এবং রবিবার তাকে গ্রেপ্তার দেখানো হয় নোয়াপাড়া থানা পুলিশের পক্ষ থেকে ।