ক্যানিং পশ্চিমের বিধায়কে খুনের চক্রান্ত ফাঁস। গ্রেফতার মূল অভিযুক্ত….। ক্যানিং পশ্চিমের বিধায়ক কে খুনের চক্রান্তের অভিযোগ করেন। জেলে বসেই খুনের পরিকল্পনার ছক কষে অভিযুক্তরা। জেল থেকে বেরিয়েই খুন করার পরিকল্পনা ছিল। ঘটনার মূল চক্র চিরঞ্জিত হালদার ওরফে চিরন। মাস ছয়েক আগে ক্যানিংয়ের তৃণমূল নেতা কমল মল্লিক কে খুনের অভিযোগ ওঠে এই চিরন ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত চিরন সহ মোট চারজনকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ।
বিচারের জেল হয় চিরনের। জেলে থাকাকালীন বিধায়ক পরেশ রামদাস কে খুনের পরিকল্পনা করা হয় বলে সূত্রের খবর। বর্তমানে সেখান থেকেই এই খুনের পরিকল্পনা করেছে সে। এই ঘটনায় মনিরুল নামে বাসন্তীর এক যুবককে সঙ্গী করেছিল চিরণ। গত কয়েকদিন আগে মনিরুল নিজেই এ বিষয়ে বিধায়ক কে ফোন করে জানান। এর পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার এসপি ক্যানিং থানা সহ অন্যান্য আধিকারিকদের কাছে অভিযোগ জানান বিধায়ক। পরেশের দাবি অভিযুক্তরা বিজেপি আশ্রিত।
যদিও এই ঘটনায় বিজেপি নয় তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই দাবি করেছেন রাজ্য বিজেপির সদস্য সুনিপ দাস।ক্যানিং থানার পুলিশ ও এস, ও , জি যৌথ উদ্যোগে নরেন্দ্রপুর থেকে মূল অভিযুক্ত চিরঞ্জিত হালদার ওরফে চিরণ কে গ্রেফতার করে। চিরঞ্জিত কে আলিপুর আদালতে পাঠায় পুলিশ। পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানায় পুলিশ আধিকারিক।
আরও পড়ুন – পান চাষিদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ নিল হাওড়া জেলা পরিষদ
উল্লেখ্য, ক্যানিং পশ্চিমের বিধায়ক কে খুনের চক্রান্তের অভিযোগ করেন। জেলে বসেই খুনের পরিকল্পনার ছক কষে অভিযুক্তরা। জেল থেকে বেরিয়েই খুন করার পরিকল্পনা ছিল। ঘটনার মূল চক্র চিরঞ্জিত হালদার ওরফে চিরন। মাস ছয়েক আগে ক্যানিংয়ের তৃণমূল নেতা কমল মল্লিক কে খুনের অভিযোগ ওঠে এই চিরন ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত চিরন সহ মোট চারজনকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ। খুনের চক্রান্ত