“দার্জিলিং হাসছে”, “খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে GTA নির্বাচন”- পাহাড়ে দাঁড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী। আপাতত, পাহাড় সফরে দার্জিলিং এ আছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর মঙ্গলবার সেই দার্জিলিংয়ের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দার্জিলিঙে হিল ইউনিভার্সিটি গড়ে তোলা হবে।”এছাড়াও কার্শিয়াংয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস গড়ে তোলা হবে।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দার্জিলিং হাসছে। টুরিস্ট ভর্তি রয়েছে। প্রতিটি হোটেলে পর্যটক রয়েছে। দার্জিলিঙের এমন পরিস্থিতি যে জুন মাসে জায়গাও পাওয়া যাবে না। এই ধরনের পরিস্থিতি অনেক কম হয়। দার্জিলিং হাসছে। অনেক সময় ধরে অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।”
এছাড়াও,মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো বলেন, “আমি চাই সকলে হাসতে থাকুক। সকলে খুশি থাকুক। সেই লক্ষ্যে মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাব।”এর পরই কেন্দ্রের প্রতি আক্রমণ শানান তিনি।তিনি বলেন, “যাঁরা ইউক্রেন থেকে ফিরেছিল তাঁদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে চেয়েছিলাম। কেন্দ্র সেই অনুমতি দেয়নি। বহু পড়ুয়ার জীবনের সঙ্গে ছিনিমিনি খেলছে কেন্দ্র।”
আর ও পড়ুন চলন্ত বাসে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের এক তরুণী কর্মীর শ্লীলতাহানি
এছাড়াও,বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “ভোট এলেই একটি রাজনৈতিক দল এখানে আসে।”মূল্যবৃদ্ধি ও সিবি আই নিয়ে সরব হন তিনি এদিন।বলেন,”একটা পাড়ায় ঝগড়া লাগলেও CBI চাইছে। আসলে মূল্যবৃদ্ধির থেকে নজর ঘোরাতেই এই অপপ্রচেষ্টা।”এর পর পাহাড়ের প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ খুব শীর্ঘ্রই GTA নির্বাচন অনুষ্ঠিত হবে।” এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য পাহাড়ে সর্বদলীয় বৈঠকের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেছিলেন।তাঁর ডাকে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন ও GTA নির্বাচন নিয়ে সকল দলগুলিই সম্মতি প্রকাশ করেছেন বলে জানা গেছে।
এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রতি যথেষ্ঠই বিরুপ মনোভাব প্রকাশ করে এদিন বলেন, “একটি নির্দিষ্ট দল ভোটের আগে ভুল বোঝাতে পাহাড়ে আসে। ভোট হয়ে যাওয়ার পর তাদের আর দেখা পাওয়া যায় না। তারা নির্বাচনের আগে অন্য কথা বলে নির্বাচন পেরিয়ে গেলে অন্য কথা বলে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করব, করে দেখিয়ে দিয়েছি।” খুব শীঘ্রই