খুরদা দুর্ঘটনার জেরে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন ,ভোগান্তি। ওড়িশায় দুর্ঘটনার জের।একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়ে গিয়েছে। ঘুরপথে চলছে কিছু ট্রেন।এনিয়ে ভোগান্তিতে যাত্রীরা।দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে,ওড়িশার খুরদা রোডে মালগাড়ি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কারণে দক্ষিণ-পূর্ব রেলের শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস এবং শালিমার – হায়দ্রাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস সোমবারের জন্য বাতিল করা হয়েছে।এই দুটি ট্রেন ছাড়াও আরও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে ভোগান্তির মুখে পড়েছেন ট্রেন যাত্রীরা। এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস জাজপুর পর্যন্ত চালানো হবে । ১২৮২১ শালিমার – পুরী এক্সপ্রেস, ১৮০৪৫ শালিমার–হায়দ্রাবাদ এক্সপ্রেস, ২২৮৬৩ হাওড়া – যশবন্তপুরম এসি এক্সপ্রেস, ১২০৭৩ হাওড়া- ভুবনেশ্বর এক্সপ্রেস,
১২২৭৭ হাওড়া-পুরী এক্সপ্রেস, ১২৮২২ পুরী-শালিমার এক্সপ্রেস, ০৮৪১২ ভুবেনশ্বর-বালাসোর এক্সপ্রেস,০৮০৩১/০৮০৩২ বালাসোর – ভদ্রক মেমু, ১৮০৩৭ খড়্গপুর – জাজপুর – কেওনঝড় রোড এক্সপ্রেস, ২২৮৪১ সাঁতরাগাছি – তিরু অনন্তপুরম অন্ত্যদয় এক্সপ্রেস, ডাউন জনশতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন – জয় দিয়ে বিশ্বকাপ শুরু ইকুয়েডরের
উল্লেখ্য, ওড়িশায় দুর্ঘটনার জের।একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়ে গিয়েছে।ঘুরপথে চলছে কিছু ট্রেন।এনিয়ে ভোগান্তিতে যাত্রীরা।দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে,ওড়িশার খুরদা রোডে মালগাড়ি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কারণে দক্ষিণ-পূর্ব রেলের শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস এবং শালিমার – হায়দ্রাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস সোমবারের জন্য বাতিল করা হয়েছে।এই দুটি ট্রেন ছাড়াও আরও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফলে ভোগান্তির মুখে পড়েছেন ট্রেন যাত্রীরা।
এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস জাজপুর পর্যন্ত চালানো হবে । ১২৮২১ শালিমার – পুরী এক্সপ্রেস, ১৮০৪৫ শালিমার–হায়দ্রাবাদ এক্সপ্রেস, ২২৮৬৩ হাওড়া – যশবন্তপুরম এসি এক্সপ্রেস, ১২০৭৩ হাওড়া- ভুবনেশ্বর এক্সপ্রেস,
১২২৭৭ হাওড়া-পুরী এক্সপ্রেস, ১২৮২২ পুরী-শালিমার এক্সপ্রেস, ০৮৪১২ ভুবেনশ্বর-বালাসোর এক্সপ্রেস,০৮০৩১/০৮০৩২ বালাসোর – ভদ্রক মেমু, ১৮০৩৭ খড়্গপুর – জাজপুর – কেওনঝড় রোড এক্সপ্রেস, ২২৮৪১ সাঁতরাগাছি – তিরু অনন্তপুরম অন্ত্যদয় এক্সপ্রেস, ডাউন জনশতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।