পুজোর পর স্কুল খুললে করোনার ঝুঁকি থাকবে কতোটা ?

পুজোর পর স্কুল খুললে করোনার ঝুঁকি থাকবে কতোটা ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
খুললে

পুজোর পর স্কুল খুললে করোনার ঝুঁকি থাকবে কতোটা ?  রাজ্যে করোনা কিছুটা নিন্মমুখী। পুজোর  পর রাজ্যে  খুলতে পারে স্কুল, ইতিমধ্যে  এমনটাই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল খুললে  পড়ুয়াদের যেতে হতে পারে এক দিন অন্তর এক দিন। তবে বেশ কিছু বিধি মেনে খুলতে হবে স্কুল। শুধু তাই নয়। মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়গুলিও। তবে চিকিৎসকরাও মনে করছেন, স্কুল খোলা নিয়েও। পরিকল্পনামাফিক স্কুল খোলার পক্ষে তাঁরা।  তবে চিকিতসকেরা মনে করছেন, পরিকল্পনামাফিক্ভাবেই খোলা উচিত স্কুল।

 

চিকিতসকদের মতে, সব ক্লাস এক সঙ্গে না করে অল্প কয়েকটি ক্লাস করে স্কুল খোলা যেতে পারে।তবে একটি ক্লাসকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি রুমে ১৫-‌২০ জন সর্বাধিক নিয়ে ক্লাস করাতে হবে।  স্কুল অবশ্যই পরিস্কার-‌পরিচ্ছন্ন রাখতে হবে।

 

স্কুলের শিক্ষক-‌শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলের টিকা সম্পূর্ণ করেই কাজে যোগ দিতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট সময়ে ক্লাস ব্যাচ অনুযায়ী করানো যেতে পারে। কখনও কোনও পড়ুয়ার কোনও উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে তাকে আইসোলেট করতে হবে। এই জন্য স্কুলে একটি আইসোলেশন রুম রাখা দরকার।  জ্বর, সর্দি-‌কাশি হলে পড়ুয়াদের বাড়িতে থাকার পরামর্শ  কোভিড বিধির সর্বোচ্চ মেনে চলতে হবে

 

আর ও  পড়ুন    মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী মোদির জীবন নির্ভর ছবি, কবে কোথায় মুক্তি পাচ্ছে?

 

তবে চিকিতসকেরা  বেশ কিছু বিষয় নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন। চিকিতসকদের মতে,  বাচ্চারা কতটা এই বিষয়ে সচেতন হবে তা নিয়ে প্রশ্ন আছে। তারা সহপাঠীদের সঙ্গে দূরত্ব বিধি মানা সম্পর্কে ওয়াকিবাহাল নয়। সেই বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-‌শিক্ষিকাদের নজর রাখতে হবে।

 

চিকিতসকেরা মনে করছেন,  ক্লাস শুরু করে আগে পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে খোলা যেতে পারে। পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও বাড়াতে হবে।

 

উল্লেখ্য, স্কুল খুললে  পড়ুয়াদের যেতে হতে পারে এক দিন অন্তর এক দিন। তবে বেশ কিছু বিধি মেনে খুলতে হবে স্কুল। শুধু তাই নয়। মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়গুলিও। তবে চিকিৎসকরাও মনে করছেন, স্কুল খোলা নিয়েও। পরিকল্পনামাফিক স্কুল খোলার পক্ষে তাঁরা।  তবে চিকিতসকেরা মনে করছেন, পরিকল্পনামাফিক্ভাবেই খোলা উচিত স্কুল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top