মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন রাজীব, কী বললেন তিনি ? তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা রাজীব ব্যানার্জির গলাতে ফের শোনা গেল মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার কথা। এর আগেও তিনি তৃণমূল ছাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ আস্থা ও শ্রদ্ধা জানিয়েছেন। এবারে সেই বিজেপি নেতা রাজীব ব্যানার্জি বলেন, ‘একুশের বিধানসভা ভোটের প্রচারে বিজেপি বিভেদের রাজনীতি, ধর্মীয় বিভাজনকে ইস্যু হিসেবে তুলে ধরে যা ভালভাবে নেয়নি বাংলার মানুষ। যাঁকে দেখে বাংলার মানুষ ২১৩ টি আসন দিয়েছে, তাঁকে বেগম, খালা বলা শোভনীয় নয়।
এমনকী ভবানীপুরে আসন্ন উপনির্বাচনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী না দিলে, সেটা বিজেপির পক্ষে ভালো হতো বলেও মত প্রকাশ করেছেন তিনি। এদিকে বারবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার সম্ভাবনা দেখা দিলেও তৃণমূল কর্মী-সমর্থকদের একটাই দাবি, রাজীবের মতো গদ্দারকে যেন তৃণমূলে জায়গা না দেওয়া হয়। দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে কর্মীদের এই একটাই দাবি।
আর ও পড়ুন মিথ্যে গুজব নিয়ে অবশেষে মুখ খুললেন বাপ্পি লাহিড়ি, কী বললেন ?
তৃণমূল কর্মীদের কথায়, বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে রাজীব ব্যানার্জি লাগাতার তৃণমূল নেত্রীকে অপমান করেছেন, অসম্মান করেছেন। দলের কর্মীদের অপমান করেছেন। আর প্রশংসা করতেন নরেন্দ্র মোদি, অমিত শাহর। হাওড়ায় তৃণমূলকে হারাতে চেয়েছিলেন রাজীব ব্যানার্জি। তাই গদ্দার রাজীব তৃণমূলে ফিরুক এতে আপত্তি রয়েছে আমাদের।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ডোমজুড় বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন রাজীব ব্যানার্জি। আর দলবদলে বিজেপিতে গিয়ে সেই নিজের গড় ডোমজুড়েই রাজীব ব্যানার্জি প্রায় ৫০ হাজার ভোটে এবার হেরে যান তৃণমূলের কল্যাণ ঘোষের কাছে। রাজীব ব্যানার্জির সঙ্গে হাওড়ার যে কজন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রত্যেকেই এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে হেরেছেন।
উল্লেখ্য, রাজীব ব্যানার্জি বলেন, ‘একুশের বিধানসভা ভোটের প্রচারে বিজেপি বিভেদের রাজনীতি, ধর্মীয় বিভাজনকে ইস্যু হিসেবে তুলে ধরে যা ভালভাবে নেয়নি বাংলার মানুষ। যাঁকে দেখে বাংলার মানুষ ২১৩ টি আসন দিয়েছে, তাঁকে বেগম, খালা বলা শোভনীয় নয়। এমনকী ভবানীপুরে আসন্ন উপনির্বাচনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী না দিলে, সেটা বিজেপির পক্ষে ভালো হতো বলেও মত প্রকাশ করেছেন তিনি।
এদিকে বারবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার সম্ভাবনা দেখা দিলেও তৃণমূল কর্মী-সমর্থকদের একটাই দাবি, রাজীবের মতো গদ্দারকে যেন তৃণমূলে জায়গা না দেওয়া হয়। দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে কর্মীদের এই একটাই দাবি।