
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২১ শে সেপ্টেম্বরঃ রানীগঞ্জের রানিসায়ের গ্রাম এলাকার কর্মকার পাড়ায় আজ দুপুর নাগাদ ভাই বোন পুকুরে গিয়ে ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় মৃতরা বছর ৫ এর শচীন কর্মকার ও তার আড়াই বছরের বোন পুষ্পা কর্মকার খেলতে খেলতে পুকুরের পড়ে গিয়ে মৃত্যু হয় দুজনের পরে স্থানীয়রা পুকুরের ধারে তাদের খেলার সামগ্রী দুটি টায়ার দেখতে পেয়ে পুকুরে লক্ষ্য করতেই পুষ্পার দেহ করে লক্ষ্য তারা পরে খোঁজ তল্লাশি করে বছর পাঁচের শচীন কেউ পুকুরের মধ্যে থেকে উদ্ধার করে তার মা ললিতা কর্মকার। জানা গেছে জামুড়িয়ার নন্ডীর বাসিন্দা ললিতা তার বোনের বাড়ি গেছিলেন অসুস্থ বোনকে দেখতে রানিসায়ের কর্মকার পাড়ায় শনিবার বেলা দেড়টা নাগাদ তার এক ছেলে ও এক মেয়ে টায়ার চালিয়ে খেলছিল বাড়ির চৌহদ্দি এলাকায় তারা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে শৌচকর্ম করতে গেলে পুকুরে পা হড়কে পড়ে গিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছে তার বাড়ির লোক সমস্ত ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। এদিনের এই ঘটনা প্রসঙ্গে রানীগঞ্জের পাঞ্জাবীমোড় ফাঁড়ির পুলিশ ঘটনা প্রসঙ্গে জানতে পেরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।



















