খেলাধূলার উন্নতি করতে বেসরকারি সংস্থার উদ্যোগে পূর্ব বর্ধমানে গড়ে উঠছে স্পোর্টস অ্যাকাডেমি। ইতিমধ্যে জমি চিহ্নিত হয়ে গেছে। ক্রিকেটের জন্য চার হাজার স্কোয়ার মিটারের মাঠও পুরোপুরি ভাবে তৈরি। তার সাথে থাকছে টেনিস, ব্যাটমিন্টন ও ফুটবল সহ অন্যান্য স্পোর্টস। রেনেসাঁ টাউনশিপে এই স্পোর্টস অ্যাকাডেমি তৈরি হচ্ছে।
শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি জানান, “আমরা স্পোর্টস অ্যাকাডেমি গড়তে সাত থেকে আট একর জমির উপর খেলাধূলার জন্য সমস্ত রকম ব্যবস্থা করবো। আমরা চাই কলকাতার সাথে বর্ধমান থেকেও ভাল খেলোয়াড় উঠে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করুক। তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা তৈরি করছি। আগামীদিনে জেলার প্রতিভাবান খেলোয়াড়েরা এখানে থেকে কোচিং এর সুযোগ পাবেন।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
আমাদের মূল লক্ষ্যই ভাল খেলোয়াড় তৈরি করা। এজন্য আমরা ঝুলন গোস্বামী থেকে ক্রিকেট অ্যাকাডেমির আব্দুল মোনায়েম সহ অন্যান্যদের সাহায্য নিচ্ছি এবং খেলার জগৎ এই সব প্রতিষ্ঠিত খেলোয়াড়রা কোচিং দেবেন। পাশাপাশি আমরা বর্ধমানের স্পোর্টস এর জগৎ এর মানুষজন থেকে সংস্থার সাহায্য নেবো। সবমিলিয়ে রেনেসাঁ টাউনশিপ থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়েরা যাতে করে ভাল সুযোগ পায় সেই উদ্দেশ্যে এই উদ্যোগ।“
একসময় বর্ধমানের জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা রেনেসাঁ যেতে মানুষজনের অসুবিধা হতো। বর্ধমান উন্নয়ন সংস্থার সহযোগিতায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা পারাপারের ব্যবস্থা করছে। ফলে আগামীদিনে রেনেসাঁ টাউনশিপে যেতে আর অসুবিধা হবে না। এমনটাই রেনেসাঁ কর্তৃপক্ষ তরফে জানানো হয়। ফলে আগামীদিনে রেনেসাঁ টাউনশিপে স্পোর্টস অ্যাকাডেমি তে যেতেও অসুবিধা হবে না। খেলাধূলার উন্নতি