ভাইরাল – খেলার ছলে বড়সড় বিপদ ডেকে আনল দুই কিশোর। হরিয়ানার একটি আবাসিক এলাকায় বুধবার সকাল ৮টা নাগাদ রীতিমতো আতঙ্ক ছড়াল এক এসইউভি গাড়িকে ঘিরে। বাবা-মাকে না জানিয়ে গাড়ির চাবি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে দুই কিশোর। উদ্দেশ্য ছিল গাড়ি চালিয়ে “মজা” করা। কিন্তু বাস্তবে সেই ‘মজা’ পরিণত হয় ভয়ঙ্কর অভিজ্ঞতায়।
নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইকে ধাক্কা মারে গাড়িটি। রাস্তার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে দুলতে দুলতে যাচ্ছিল গাড়ি, যেন কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। পথচারীরা প্রাণ বাঁচাতে কেউ বাড়ির ভিতরে ছুটে যান, কেউ দৌড়ে রাস্তা ফাঁকা করেন। গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাইক।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক বাইক আরোহী গাড়ি ছুটে আসতে দেখে তড়িঘড়ি বাইক ফেলে দৌড়ে প্রাণ বাঁচান। রাস্তার ধারে খেলা করছিল আরও দুই কিশোর, গাড়ি তাদের দিকেও এগোতেই তারা দ্রুত পালিয়ে যায়। শেষমেশ একটি বাইকে ধাক্কা মেরে থামে গাড়িটি।
গাড়ির সামনের আসন থেকে নেমে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে এক কিশোর। এক মহিলা তাকে বুকে জড়িয়ে শান্ত করতে থাকেন। কিছুক্ষণ পর চালকের আসন থেকে নেমে আসে দ্বিতীয় কিশোরটিও। বিস্মিত স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে।
ভাগ্যক্রমে, এই ঘটনায় কেউ আহত হননি। তবে এ ঘটনায় স্পষ্ট, কিশোর বয়সে এমন দায়িত্বজ্ঞানহীন কাজ কতটা বিপজ্জনক হতে পারে। ‘দ্য নিউজ বাস্কেট’-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, নেটিজেনদের বড় অংশ এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
