খেলার বিরতিতে ছোট্ট সন্তানকে স্তন্যদান ভারতীয় ভলিবল ক্যাপ্টেনের

খেলার বিরতিতে ছোট্ট সন্তানকে স্তন্যদান ভারতীয় ভলিবল ক্যাপ্টেনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৩ ডিসেম্বর, মা-সন্তানের বন্ধন পৃথিবীর সকল বন্ধনের থেকে সবচেয়ে বেশি মধুর।যেকোনো পরিস্থিতিতেই সন্তানের সকল প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে এগিয়ে আসে ‘মা’। সন্তানের কখন কি প্রয়োজন তা সর্বপ্রথম মা বোঝে।আর এরই এক সুন্দর নজির দেখা গেল খেলার মাঠে। ভলিবল খেলোয়াড় লালভেন্টলুয়াঙ্গি ওরফে ভেনি নিজের খেলার সঙ্গে যেমন তিনি কোনও আপোষ করেন না, তেমনি খেলার সাথেই সামলান তাঁর ছোট্ট সন্তানটিকেও। স্তন্যদান-এর মাধ্যমে বুঝিয়ে দেন, ‘মা আসলে মা’ই হয়।

সেই মমতার-ই সাক্ষী থাকল মিজোরাম রাজ্য গেমস ২০১৯।ম্যাচের বিরতিতে বাকি খেলোয়াররা যখন বিশ্রামে ব্যস্ত তখন ভেনি ছুটে যান নিজের সাত মাসের ছোট্ট সন্তানের কাছে।দুধের শিশুকে স্তন্যপান করিয়ে আবার ম্যাচে ফেরেন ভেনি। সেই অসাধারণ দৃশ্যকে ফ্রেমবন্দি করলেন মাঠে উপস্থিত চিত্রসাংবাদিক।বিষয়টি নজরে এসেছে মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রয়তেরেও।ছবি দেখে ভেনিকে তাঁর নিষ্ঠার জন্য দশ হাজার টাকা পুরস্কারের ঘোষনাও করেন তিনি।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top