খেলার মাধ্যমে প্রয়াত খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বাংলার আনাচে কানাচে কতো যে প্রতিভা অকালে ঝড়ে যায়, তার যেমন কোন ইয়ত্তা নেই, ঠিক তেমনই হারিয়ে যাওয়া সেই প্রতিভাদের সমাজ হয়তো ঠিক ভাবে মনেও রাখতে পারে না। নানুরের উকরুন্দী গ্রামের তরতাজা যুবক সন্তু মণ্ডলের এলাকায় পরিচিতি ছিল অসাধারন প্রতিভা সম্পন্ন খেলোয়াড় হিসেবে। নিজের গ্রামের শিবকালী যুব সমিতি ছাড়াও এলাকার অধিকাংশ ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গে তার সম্পর্ক ছিল অতি নিবিড়।
কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে হঠাৎই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হয়ে অকালে চলে যায় সন্তু। তবে বেশ কয়েক বছর পার হয়ে গেলেও এখনও উকরুন্দী শিবকালী যুব সমিতি সন্তু মণ্ডলকে ভোলেনি। এবছরও তার স্মৃতি রক্ষার্থে শুক্রবার আয়োজন করা হয়েছিল একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা। ঈশানী নদীর উৎসস্থলে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ১৬টি দল। যেখানে শেষমেষ ১-০ ব্যবধানে জয়ী হয় কাশীয়ারা, বিজিত পলাশী ফুটবল দল। তবে নিছকই প্রতিযোগিতা নয় এ যেন এক প্রয়াত ক্রীড়া পাগল আপনজনের প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য অর্পণ। আর সেটাই করলো উকরুন্দী শিবকালী যুব সমিতি।
আরও পড়ুন – ঐতিহ্যবাহী উল্কা ক্লাবের দুর্গাপূজা উপলক্ষে মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতা
উল্লেখ্য, বাংলার আনাচে কানাচে কতো যে প্রতিভা অকালে ঝড়ে যায়, তার যেমন কোন ইয়ত্তা নেই, ঠিক তেমনই হারিয়ে যাওয়া সেই প্রতিভাদের সমাজ হয়তো ঠিক ভাবে মনেও রাখতে পারে না। নানুরের উকরুন্দী গ্রামের তরতাজা যুবক সন্তু মণ্ডলের এলাকায় পরিচিতি ছিল অসাধারন প্রতিভা সম্পন্ন খেলোয়াড় হিসেবে। নিজের গ্রামের শিবকালী যুব সমিতি ছাড়াও এলাকার অধিকাংশ ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গে তার সম্পর্ক ছিল অতি নিবিড়। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে হঠাৎই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হয়ে অকালে চলে যায় সন্তু।
তবে বেশ কয়েক বছর পার হয়ে গেলেও এখনও উকরুন্দী শিবকালী যুব সমিতি সন্তু মণ্ডলকে ভোলেনি। এবছরও তার স্মৃতি রক্ষার্থে শুক্রবার আয়োজন করা হয়েছিল একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা। ঈশানী নদীর উৎসস্থলে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ১৬টি দল। যেখানে শেষমেষ ১-০ ব্যবধানে জয়ী হয় কাশীয়ারা, বিজিত পলাশী ফুটবল দল। তবে নিছকই প্রতিযোগিতা নয় এ যেন এক প্রয়াত ক্রীড়া পাগল আপনজনের প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য অর্পণ। আর সেটাই করলো উকরুন্দী শিবকালী যুব সমিতি।