খেলা দেখতে গিয়ে গুরুতর জখম ম্যাগুয়ারের বাবা

খেলা দেখতে গিয়ে গুরুতর জখম ম্যাগুয়ারের বাবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৪জুলাই২০২১: ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড-ইতালি ফাইনাল দেখতে গিয়ে গুরুতর জখম হন ইংল্যান্ডের ফুটবলার হ্যারি ম্যাগুয়ারের বাবা। পাঁজরে গুরুতর চোট আর শ্বাসকষ্টও আছে তাঁর। প্রসঙ্গত, ইংল্যান্ড- ইতালি ফাইনাল দেখার জন্য ওয়েম্বলি স্টেডিয়ামের বাইরে টিকিট ছাড়াই কয়েকশোর উপর সমর্থক অপেক্ষা করছিলেন। নিরাপত্তারক্ষীদের বাধা টপকেই স্টেডিয়ামে ঢুকে পড়ে তারা। সমর্থকদের এই হামলাতেই গুরুতর জখম হন ইংল্যান্ড ডিফেন্ডারের বাবা। ছেলের খেলা দেখতে ওয়েম্বলি স্টেডিয়ামে আসছিলেন তিনি। আচমকাই কয়েকশোর উপর সমর্থক নিরাপত্তারক্ষীদের বাধা টপকে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। ওই হুড়োহুড়িতেই পড়ে গিয়ে চোট পান ম্যাগুয়ারের বাবা। কার্যত পদপিষ্ট হয়ে গিয়েছিলেন তিনি।


ইংরেজ ডিফেন্ডার বলেন, ‘আমি এ সংক্রান্ত প্রচুর ভিডিও দেখেছি। বাবার সঙ্গে কথা বলেছি। আমার পরিবারও সে দিন খেলা দেখতে আসে। আমার বাবা আর আমার এজেন্ট সবচেয়ে গুরুতর জখম হয়েছে। বাবার পাঁজরে অনেকটা চোট আছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top