
বাংলার পর এবারে ত্রিপুরা নিয়ে বেশী ততপর হয়ে উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পাঁচ নেতার নামে এফআইআর দায়ের করার পরেই অতিরিক্ত মাত্রায় ততপর হয়ে উঠেছে তৃণমূল। সেখানে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর পন্থা নেওয়া হয়েছে। বিশেষ করে আগামী ১৬ আগষ্ট বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও খেলা হবে দিবস যাতে ব্যাপক আকারে পালন করা যায় তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব।
আগামী ১৬ আগষ্ট ত্রিপুরায় খেলা হবে দিবস উপলক্ষ্যে বাংলা থেকে যাচ্ছে বিশেষ ফুটবল এবং টি শার্ট। যা খেলা হবে দিবসের দিন সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে। মূলত ওইদিন ফুটবল বা টি শার্ট বিতরণের মাধ্যমে জন সংযোগ বাড়ানোই তৃণমূলের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল ব্যাপকহারে সাফল্য পায়। আর সেই সাফল্যের অন্যতম অংশিদার ছিলো ‘খেলা হবে’ শ্লোগান। ইতিমধ্যে তৃণমূলের ‘খেলা হবে’ শ্লোগান পৌছে গিয়েছে বিভিন্ন রাজ্যে। রাজধানী দিল্লিতেও পৌঁছে গিয়েছে খেলা হবে শ্লোগান। ফলে সেই ‘খেলা হবে’ শ্লোগানকে স্মরণীয় করে রাখতেই খেলা হবে দিবস ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশেই খেলা হবে দিবসের পালনের ডাক দিয়েছেন তিনি। আগামী ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসের পরের দিন ১৬ অগাস্ট খেলা হবে দিবস উদযাপন করা হবে। তৃণমূল সুত্রে খবর, সেদিন রাজ্যের বিভিন্ন ক্লাব গুলির মধ্যে ফুচবল বিতরণ করবে রাজ্য সরকার। বাংলার পাশাপাশি অন্য রাজ্যেও খেলা হবে দিবস উদযাপন করতে এখন রীতিমতো সক্রিয় হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। যারমধ্যে অন্যতম ত্রিপুরা। তৃণমূল সূত্রের খবর, ত্রিপুরার জন্যে বাংলা থেকে ফুটবল চেয়ে পাঠানো হয়েছে।
সেইসঙ্গে আনা হচ্ছে খেলা হবে স্লোগান লেখা বিশেষ টি শার্ট।মূলত ‘খেলা হবে’ দিবস পালনের ক্ষেত্রে দলের ছাত্র যুব নেতা কর্মীদের সামনে রেখেই ময়দানে নামবে তৃণমূল। ইতিমধ্যেই ত্রিপুরাতেও খেলা হবে স্লোগান উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ত্রিপুরার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৫ তৃণমূল কংগ্রেস নেতার নামে এফআইআর দায়ের করেছে ত্রিপুরা পুলিশ। সেই তালিকায় অভিষেক ছাড়াও রয়েছেন তৃণমূলের দোলা সেন, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সুবল ভৌমিকের নাম।
তাঁদের বিরুদ্ধে স্বতোঃপ্রনোদিত মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘক্ষণ থানায় ধর্না দিয়ে সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ত্রিপুরার খোয়াই থানার ওসির অভিযোগের প্রেক্ষিতেই এই মামলা দায়ের করা হয়েছে।উল্লেখ্য ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ৫ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে থানায় ধর্না দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোয়াই থানার ওসির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন তিনি। জয়া দত্ত, দেবাংশু এবং সুদীপ রাহার গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি।
আর ও পড়ুন ; ৫ তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর ত্রিপুরায়, ট্যুইটে কী জানালেন কুণাল ঘোষ
স্বাভাবিকভাবেই অভিষেকের বিরুদ্ধে এফআইআরের ঘটনার পর ত্রিপুরায় আরও ঝাঁঝ পাড়াতে শুরু করবে তৃণমূল কংগ্রেস তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই কুণাল ঘোষ তার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। বিপ্লব দেব সরকারকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কুণাল ঘোষ বলেছেন, এফআইআর মামলা করে কোনও লাভ হবে না। ফলে আগামী ১৬ আগষ্ট খেলা হবে দিবস বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও বড়ো ভাবেই হতে চলেছে।