মুখ্যমন্ত্রী কে খোলা চিঠি পাঠালো বন্ধ হিন্দমোটোর কারখানার শ্রমিকেরা

মুখ্যমন্ত্রী কে খোলা চিঠি পাঠালো বন্ধ হিন্দমোটোর কারখানার শ্রমিকেরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুখ্যমন্ত্রী কে খোলা চিঠি পাঠালো বন্ধ হিন্দমোটোর কারখানার শ্রমিকেরা । বুধবার হিন্দমোটরে টিটাগড় ওয়াগন লিমিটেড কারখানায় মেট্রো কোচের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘণ্টা আগে হিন্দমোটর স্টেশনে হিন্দমোটর ওয়ার্কার ইউনিয়নের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কে খোলা চিঠি পাঠালো হল । পথ চলতি সাধারণ মানুষের কাছে সেই চিঠি লিফলেট আকারে বন্ধ কারখানার শ্রমিকেরা ছড়িয়ে দিলেন ।
উল্লেখ্য পুনেতে তৈরি হওয়া নতুন মেট্রো প্রকল্পের রেলের রেক তৈরি করবে টিটাগর ওয়াগান কারখানা।

 

সেই প্রজেক্টের উদ্বোধন করতেই আজ দুপুরে হিন্দমোটর আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালের ১৫ই ডিসেম্বর থেকে কাজ বন্ধ হয় হিন্দমোটর কারখানার। সেই সময় এই কারখানায় এশিয়ার মধ্যে সর্বপ্রথম অ্যামবাসাডার চার চাকা গাড়ি উৎপাদন হতো । ২০১৪ সালে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝোলে কারখানার গেটে। কর্মহীন হয়ে পড়ে প্রায় সাড়ে চার হাজারের শ্রমিক ।

 

আজ এই বন্ধ কারখানা খোলার দাবিতে লিফলেট বিলি করা হলো বামপন্থী ইউনিয়ন গুলির পক্ষ থেকে । খোলা চিঠি লিফলেটে জানানো হয়। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস বেআইনি। এই বেআইনি নোটিশকে প্রত্যাহার করে অবিলম্বে কারখানা খুলতে হবে। শ্রমিকদের বকেয়া বেতন ও কোঅপারেটিভ এর পাওনা সহ সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে। লিফটে বিশেষ ভাবে উল্লেখ করা হয় শিল্পের জমিতে শিল্পই হোক, বন্ধ হোক আবাসন তৈরি করা। জলা জমি ভরাট বন্ধ সহ শ্রমিক কোয়াটারে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থার দাবী জানানো হয়।

আরও পড়ুন – খাদ্য দপ্তরে এস আই পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

হিন্দুস্তান মোটরসের CITU নেতা দেবীপ্রসাদ বসু রায় তিনি জানান, এই কারখানায় আগে মেট্রোর কাছ থেকে রেলের ওয়াগান তৈরি করা হতো। পাশাপাশি EMU কোচ তৈরি করা হতো। সেই চালু কারখানাকে নতুন করে চালু উদ্বোধন করার কিছু নেই। বন্ধ কারখানাকে চালু না করে উনি চালু কারখানাকেই চালু করতে চাইছেন। বন্ধ কারখানাকে খোলার বিষয়ে তার কাছে বারবার আবেদন করা সত্ত্বেও তিনি এ বিষয়ে কোনো রকম কর্ণপাত করেননি। তিনি সমস্ত মিডিয়াকে জানাচ্ছেন আমি নতুন করে কারখানা চালু করতে যাচ্ছি সেটা সমস্তটাই মিথ্যা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top