বিনোদন – টলিপাড়ার চেনা মুখ অনিন্দিতা বোস। তাঁর পেশাগত জীবনের চেয়েও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি হয়ে থাকে। টলিপাড়ায় চুটিয়ে কাজ করলেও অনিন্দিতা কিন্তু থাকেন মুম্বইতে। সেখানেই থিতু হয়েছেন তিনি। দুটো ব্যর্থ বিয়ে ও ব্রেক-আপের পর এখন আপাতত নিজেকে সিঙ্গল বলেই দাবি করে থাকেন অনিন্দিতা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। প্রায়ই নিজের বোল্ড অবতারের ছবি পোস্ট করে থাকেন। সম্প্রতি অনিন্দিতা বসু তাঁর খোলা পিঠের ছবি পোস্ট করেন। তাঁর পিঠের ট্যাটুতে বুঁদ নেটপাড়া।
অনিন্দিতা যে ছবিগুলি পোস্ট করেছেন তাতে তাঁকে দেখা গিয়েছে অভিনেত্রীর কাছের বন্ধুদের সঙ্গে। অনিন্দিতা পরেছেন সাদা রঙের ড্রেস, উন্মুক্ত পিঠ। তামাটে পিঠে অনিন্দিতা ফ্লন্ট করছেন তাঁর ট্যাটু। অভিনেত্রীর খোলা পিঠ থেকে আপনি চোখ সরাতে পারবেন না। আসলে ১১ এপ্রিল, শুক্রবার ছিল অনিন্দিতার জন্মদিন। আর সেই উপলক্ষ্যেই বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন তিনি। অনিন্দিতার এই পোস্টে সকলেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
