নিজস্ব সংবাদদাতা ১৪ জানুয়ারি ২০২১ হাওড়া: প্রায় দশ লাখের বেশি মানুষ যাতায়াত করেন এই হাওড়া স্টেশন দিয়ে তাই রেলের তরফ থেকে যাত্রীদের খাওয়া-দাওয়ার দিকে কোন রকম অসুবিধা যাতে না হয় তার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তার ফলস্বরূপ ফুড প্লাজা তৈরি করা হয়েছিল ।
যাতে দূরপাল্লার যাত্রী সেখানে খাবার খেতে পারেন বা খাবার নিয়ে তারা ট্রেনে যাত্রা করতে পারেন। বহুদিন চলার পর লকডাউনে বন্ধ হয়ে যায় ফুড প্লাজা। প্রায় নয় মাস বন্ধ তার ফলে দীর্ঘদিন ধরে কাজ করতে আসা ব্যক্তিরা কাজ হারান কারণ তাদের সংসার চলতো এই ফুড প্লাজা থেকে যা বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্যা এবং বিপাকে পড়েছিল কর্মরত ওই ফুড প্লাজার কর্মীরা। আবার খোলা হল এই পুরোনো কর্মীদের নিয়ে ফুড প্লাজা। এই কাজে নিয়োগ করা এটাই মূল উদ্দেশ্য ছিল প্লাজার কর্ণধারের তাই আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। যারা বেকার হয়ে পড়েছিলেন তারা আবার কাজে ফিরে এসে খুশি এবং ধন্যবাদ জানালেন ফুড প্লাজার কর্ণধার কে রমেন ডেকার ।
আরও পড়ুন…তৃণমূল নেতা খুনের চেষ্টা, এলোপাতাড়ি গুলি দুষ্কৃতীদের