খোশমেজাজে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, করলেন মমতার প্রশংসাও

খোশমেজাজে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, করলেন মমতার প্রশংসাও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খোশমেজাজে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, করলেন মমতার প্রশংসাও। খোশমেজাজে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও।বৃহস্পতিবার একটি মামলার শুনানি শেষে কিছুটা হালকাখোশমেজাজেই দেখা যায় ওই বিচারপতিকে।হাসতে হাসতেই আদালত কক্ষে উপস্থিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন তিনি।সূত্রের খবর,আর সেখানেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য,মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন।কেন আমি ওনাকে খারাপ কথা বলব ? অন্যদিকে ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব মন্তব্যেরও এদিন কার্যত ব্যাখ্যা দেন তিনি।

আরও পড়ুন – ভারতের ইতিহাসে তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ যথেষ্ট গুরুত্বপূর্ণ

আইনজীবীদের সঙ্গে আলাপচারিতাতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমি তো বলেছি ঢাকি বিসর্জন দিয়ে দেব। ওরা পর্ষদের আইনজীবীকে উদ্দেশ করে আমাকে বলতে বাধ্য করে। তবে এই পরিবেশে অন্য মাত্রা যোগ হয়েছে বলে এদিন কার্যত আক্ষেপ করেন বিচারপতি।এমনকি আগামীদিনে অতিরিক্ত আর কোনও মন্তব্য করবেন না বলেও দাবি করেন।

 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে, কথাটার মানে অন্যরকম হয়ে যাচ্ছে। এমনকি আর যে কোনও অতিরিক্ত মন্তব্য করবেন না তা চন্দ্রিমাদিকে বলে দেওয়ার জন্যেও সরকারি আইনজীবীর উদ্দেশ্যে বলেন বিচারপতি। তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির মুখে। বলেন, কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি। রোজ কিছু না কিছু বলেন উনি।

 

উল্লেখ্য, নিয়োগ কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। আর সেই তদন্তে নেমে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। সুপারিশের ভিত্তিতে একের পর এক ভুয়ো নিয়োগ সামনে এসেছে। আর সেই সমস্ত মামলার শুনানিতে একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকম মিম তৈরি হচ্ছে। বাড়ছে বিতর্ক। সেখানে দাঁড়িয়ে কি কোনও হালকা কথা বার্তার মধ্যেই দিতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জল্পনা কিন্তু আইনজীবীদের মধ্যেও তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top