ভাইরাল – কলা কিনতে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু খোসা তো খাবেন না, তাই সেটার দামও দেবেন না— এই যুক্তি দেখিয়ে দোকানের সামনেই কলার খোসা ছাড়াতে শুরু করলেন তিনি। উপস্থিত ক্রেতারা হতবাক হয়ে গেলেন তাঁর আচরণে। তবে অদ্ভুত যুক্তি দেখিয়ে তিনি পার পেলেন না। ক্যাশ কাউন্টারে থাকা কর্মী দিলেন এমন জবাব, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ট্রেন্ডিং.টেক্সাস’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যায়, এক তরুণী দোকানের কাউন্টারের সামনে দাঁড়িয়ে কলার খোসা ছাড়াচ্ছেন। তাঁর দাবি, “আমি তো খোসা খাই না, তাহলে খোসার জন্য কেন দাম দেব?” ওজন বাড়লে দামও বাড়বে— তাই তিনি চান না অপ্রয়োজনীয় অংশের জন্য টাকা দিতে।
দোকানের কর্মী প্রথমে অবাক হলেও পরে ধৈর্য হারান। তিনি দেখেন, তরুণী কলার পাশাপাশি এক বাক্স ডিমও কিনেছেন। তখনই তিনি পাল্টা দেন — ডিম ফাটিয়ে খোলাগুলো ফেলে দিতে শুরু করেন এবং বলেন, “এগুলিও তো অপ্রয়োজনীয় অংশ, আলাদা করে দিই নাকি?”
এই জবাবে রেগে গিয়ে তরুণী দোকানকর্মীর মুখে কলার খোসা ছুড়ে মারেন। পাল্টা প্রতিক্রিয়ায় কর্মীও তাঁর দিকে ডিম ছুড়ে দেন। ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে তা জানা না গেলেও, ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
নেটিজেনদের অধিকাংশই দোকানকর্মীর পক্ষ নিয়েছেন। একজন মন্তব্য করেছেন, “তরুণীকে একদম উপযুক্ত জবাব দেওয়া হয়েছে! এমন যুক্তি আর কোথায় শোনা যায়?”
