খ্যাপা হনুমানদের দাপটে আতঙ্কিত সামসাবাদের বাসীন্দারা । একদল খ্যাপা হনুমানদের দাপটে আতঙ্ক ছড়িয়ে পড়ল নন্দীগ্রামের সামসাবাদ নামক এলাকায়। সূত্রের খবর,হনুমানদের কামড়ে ১২ জন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। জানা গেছে জাল ফেলে হনুমান ধরতে বন কর্মীরা এসেছিলেন। কিন্তু তাঁদের নাগাল এড়িয়েই গ্রামের বাঁশবন আর জঙ্গলের ভেতরে ঢুকে লুকোচুরি খেলেছে হনুমানের দল।
এদিকে,সেই ক্ষ্যাপা হনুমানের দলের তাণ্ডবে রাতের ঘুম উড়ে গেছে নন্দীগ্রামের সামসাবাদের বুড়ির মোড় এলাকার বাসিন্দাদের।তাদের থেকে জানা গেল এ অত্যাচার টানা তিনদিন ধরেই চলছে।এদিকে সূত্রের খবর,গুরুতর জখম হওয়া গ্রামবাসীদের বেশিরভাগকেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হয়েছে।এই খবর ছড়িয়ে পড়তেই সামসাবাদের সাথে সাথে গোটা নন্দীগ্রাম জুড়েই হনুমানদের আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।যদিও সূত্রের শেষ খবর অনুযায়ী বন দপ্তরের কর্মীরা এলাকায় এসে হনুমানের দল ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, একদল খ্যাপা হনুমানদের দাপটে আতঙ্ক ছড়িয়ে পড়ল নন্দীগ্রামের সামসাবাদ নামক এলাকায়। সূত্রের খবর,হনুমানদের কামড়ে ১২ জন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। জানা গেছে জাল ফেলে হনুমান ধরতে বন কর্মীরা এসেছিলেন।কিন্তু তাঁদের নাগাল এড়িয়েই গ্রামের বাঁশবন আর জঙ্গলের ভেতরে ঢুকে লুকোচুরি খেলেছে হনুমানের দল।
আর ও পড়ুন তপন কান্দু খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ করলো পুলিশ
এদিকে,সেই ক্ষ্যাপা হনুমানের দলের তাণ্ডবে রাতের ঘুম উড়ে গেছে নন্দীগ্রামের সামসাবাদের বুড়ির মোড় এলাকার বাসিন্দাদের।তাদের থেকে জানা গেল এ অত্যাচার টানা তিনদিন ধরেই চলছে।এদিকে সূত্রের খবর,গুরুতর জখম হওয়া গ্রামবাসীদের বেশিরভাগকেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হয়েছে।এই খবর ছড়িয়ে পড়তেই সামসাবাদের সাথে সাথে গোটা নন্দীগ্রাম জুড়েই হনুমানদের আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।যদিও সূত্রের শেষ খবর অনুযায়ী বন দপ্তরের কর্মীরা এলাকায় এসে হনুমানের দল ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।