খ্রিস্টমাসের আগেই দুঃস্থ ফুটপাতবাসীদের জন্য সান্তা নিয়ে এল গিফ্ট

খ্রিস্টমাসের আগেই দুঃস্থ ফুটপাতবাসীদের জন্য সান্তা নিয়ে এল গিফ্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৩ ডিসেম্বর, কিছুদিন আগে পর্যন্ত শীতের দেখা না মেলায় চিন্তায় ছিল শহরবাসী।শীত না এলে ঘুরতে যাওয়া, পরিবারের সঙ্গে পিকনিকে যাওয়ার সব প্ল্যানই ক্যান্সেল।কিন্তু এখন স্বস্তিতে বাঙালি। শীতের দেখা পেয়ে অনেকেই ভ্রমণে বেরিয়ে পড়েছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে।কিন্তু এই শীত কি সকলের কাছেই প্রিয়? না, যাদের কাছে শীতের বস্ত্র, মাথার উপর ছাউনি নেই তাঁদের কাছে শীত চিন্তার বিষয়।এই শীতে কীভাবে তাঁরা বস্ত্র জোগাড় করবে, থাকার ভালো জায়গা খুঁজে বের করবে তা নিয়ে তাঁরা বেশ চিন্তিত।আর ইতিমধ্যেই ঠাণ্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে।কিন্তু এই দুঃস্থ মানুষের কথা ভাবার জন্য ক’জন আছেন?

তবে এবার এদের জন্য ভাবলেন অভিনেত্রী নুসরাত।২৫শে ডিসেম্বরের আগেই নুসরাত নিয়ে এল ফুটপাথের গরিব মানুষের জন্য গিফ্ট।আর সেই গিফ্টে রইল শীতের কম্বল।কারোর কারোর হাতে নতুন জামাকাপড়ও উপহার তুলে দেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নুসরত নিজে সেই ভিডিয়ো পোস্ট করে লিখলেন, ”প্রত্যেক উৎসবই আনন্দের। আর এই আনন্দ, ভালোবাসা সকলেরই প্রাপ্য। দুঃস্থ ফুটপথবাসী থেকে গরিব যৌনকর্মী সকলেরই এই ভালোবাসা প্রাপ্য।” এইভাবেই এবছর দুঃস্থ ফুটপাতবাসীদের কাছে নুসরাত হয়ে উঠলেন সান্তাক্লজ।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top