খড়দহ পুরসভায় প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলী

খড়দহ পুরসভায় প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খড়দহ পুরসভায় প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলী। খড়দহ বিধানসভার অত্যন্ত জনপ্রিয় তৃনমুল নেতা প্রয়াত কাজল সিনহা ছিলেন সাংষ্কৃতিক, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপ মনোভাবা সমন্ন ব্যাক্তিত্ব। রাজনীতিকে দুরে সরিয়ে রেখে তাঁর এই সমস্ত কার্যকলাপ খড়দহবাসির কাছে তাঁকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য কাজল সিনহা ২০২১ এর বিধানসভা নির্বাচনে খড়দহ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।

 

কিন্তু নিজের জয়লাভ তিনি স্বচক্ষে দেখে যেতে পারেননি। গত বিধানসভা নির্বাচনের গনোনার আগের দিন তিনি করোনায় আক্রান্ত হয়ে কোলকাতার আই ডি হাসপাতালে প্রায়ত হন। কাজলবাবুর আকষ্মিক প্রয়ানে খড়দহ অঞ্চলের সাংষ্কৃতিক চেতনা সম্পন্ন ব্যাক্তিত্বরা শনিবার অর্থাৎ ২ জুলাই তাঁর ৬১ তম জন্মদিবসে তাকে শ্রদ্ধা জানালেন।

 

এদিন দুপুরে খড়দহ পুরসভায় অনারম্বর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর প্রতি স্মৃতি চারনায় অংশ নেন পুরপ্রধান নিলু সরকার সহ সমস্থ পুর প্রতিনিধিরা। এদিনের স্মৃতি চারনা অনুষ্ঠানে পুরপ্রধান নিলু সরকার বলেন,কাজলবাবুর অকাল প্রয়ানে খড়দহ অঞ্চলের সাংষ্কৃতিক জগতের অপূরনীয় ক্ষতি হয়েছে। জীবিত থাকাকালীন উনি রাজনীতির উর্ধ্বে উঠে করোনা অতিমারির জেরে সাংষ্কৃতিক জগতের অসহায় হয়ে পড়া শিল্পীদের পাশে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন – বৃষ্টির জল জমে দূর্ভোগে ওয়ার্ডবাসী! কোদাল হাতে কাউন্সিলার!

এদিনের অনুষ্ঠানে খড়দহ অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা প্রয়াত কাজলবাবুর অনুপ্রেরণায় নিজেদের সুর,কথা ও কন্ঠে গাওয়া বাংলার কিংবদন্তী দুই শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দেকে স্রদ্ধা নিবদেন করে তাঁদের গাওয়া কিছু গানের কোলাজ সমৃদ্ধ ভিডিও অ্যালবাম তৈরী অ্যালবাম পুরসভার হাতে তুলে দেন। বেঁচে থাকাকালীন প্রয়াত কাজল বাবুই এই অ্যালবামটি তৈরিতে শিল্পীদের উৎসাহ জুগিয়েছিলেন। কিন্তু তাঁর অকাল প্রয়ানে কোলাজ অ্যালবামটি তিনি সম্পূর্ণ দেখে যেতে পারেন নি।

 

এদিন পুরসভা কক্ষে সেই কোলাজ ভিডিও অ্যালবামটির আনুষ্ঠানিক পুরোসভার হাতে তুলে দিলেন সঙ্গীত শিল্পীরা। পাশাপাশি এদিন অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশও করা হয়। স্মৃতি চারনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যালবামটির গায়ক পর্নাভ চট্টোপাধ্যায়, বৃষ্টিলেখা নন্দিনী ও সুজয় ভৌমিক। এই অনুষ্ঠান চলাকালীন প্রয়াত কাজল সিনহার পত্নী নন্দিতা সিনহা কান্নায় ভেঙ্গে পড়েন। মুলত ভাষ্কর ভট্টাচার্যের কথায় ও সুরে এই ভিডিও অ্যালবামটি নির্মাণ করা হয়েছে। নামকরণ করা হয়েছে “ট্রিবিউট টু দা লেজেন্ড ইন মেমোরি অফ কাজল সিনহা”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top