নিজস্ব সংবাদদাতা, মধ্যপ্রদেশ, ২২ নভেম্বর, ২৫ শে নভেম্বর খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এই উপনির্বাচনের প্রচারের জন্য সময় মাত্র দুদিন। আর তাই এই মুহূর্তে উপ নির্বাচনের প্রচারে জোরদার ঝাঁপিয়ে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষই। প্রতিদিনই খড়গপুর শহরের বিভিন্ন প্রান্তে চলছে প্রচার। প্রচারে এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূলও।
খড়্গপুরের প্রতিটি ওয়ার্ডে কিছু না কিছু কর্মসূচি নিচ্ছেন তাঁরা। সেই মতো বৃহস্পতিবার বিকেলে খড়গপুর শহরের ২৪ নং ওয়ার্ডে প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে একটি মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সী, উত্তর কলকাতার সাধারণ সম্পাদক স্বপন বর্মন, জেলা পরিষদের কর্মাধ্যহ্ম নির্মল ঘোষ, ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যহ্ম অলোক আচার্য, বিবেক মুখার্জী, গোপাল সাহা প্রমুখ।