মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন শিবপুর এলাকায় গঙ্গার জলে কুমির ঘোরাফেরা করছে, আর সেই খবর ছড়াতেই ব্যাপক আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে। সোমবার সকালে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের চোখে প্রথম ধরা পড়ে কুমিরটি। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়তে নদীর ধারে ভিড় জমায় শত শত মানুষ।
কুমিরের আতঙ্কে গঙ্গায় নামতে ভয় পাচ্ছেন মৎস্যজীবীরা। মাছ ধরা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এলাকায়। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। কুমিরটি কোথা থেকে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এই ঘটনায় নতুন করে নদীপারের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
