নদীয়া – শুক্রবারের নিখোঁজ যুবকের একটি দেহ উদ্ধারের পর শনিবার শান্তিপুরে গঙ্গার মাঝখানে ভেসে উঠলো আরো এক যুবকের মৃতদেহ। জানা যায় তার নাম নিলেশ বিশ্বাস আনুমানিক ২৫ বছর। তার বাড়ি মাজদিয়া রেলবাজার এলাকায়।স্থানীয় সূত্রের খবর গত বৃহস্পতিবার দুপুরে মাজদিয়া রেলবাজার এলাকা থেকে তারা স্নান করতে আসে নবদ্বীপের শ্রীবাস অঙ্গন ঘাটে।চালক সহ মোট চারজন ছিল। কিন্তু স্নান করতে নেমে নিলয় বিশ্বাস এবং নিলেশ বিশ্বাস নামে দুই ভাই গঙ্গায় তুলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ।ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবেলা বাহিনীর এক প্রতিনিধি দল। তারা বেশ কয়েকদিন ধরে ওই দুটি মৃতদেহ খোঁজার চেষ্টা করছিল। জানাযায় নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে একটি দেহ ভেসে থাকতে দেখে তারা। এরপর দেহটি উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীকালে পরিবারের লোকজন শনাক্ত করে যে দুই ভাই জলে তলিয়ে গিয়েছিল তাদের মধ্যে ওই যুবকের দেহ ছোট ভাইয়ের।
ওই মৃতদেহটি ছিল নিলয় বিশ্বাসের। এবার নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙ্গা এলাকার গঙ্গা থেকে আর এক ভাইয়ের মৃতদেহ উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়রা ওই দেহটি ভাসতে থাকতে দেখে।
এরপরই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। শান্তিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি পরিবারের কাছে খবর পাঠালে তার বাবা এসে ঘটনাস্থলে গিয়ে ছেলের দেহ সনাক্ত করে। মৃতদেহটি শনিবার ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়।
