
নিজস্ব সংবাদদাতা,বালি ,১৮ই জুলাই :বালি ছোটো জেটিয়া গঙ্গার ঘাটে উদ্ধার হল এক মহিলার খন্ড বিখন্ড দেহ।সকাল দশটা নাগাদ এখানে একটি কালো ব্যাগ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ।সঙ্গে আরও একটি চটের ব্যাগ ছিল।কালো ব্যাগের মধ্যে একটি মহিলার কাটা মুন্ডু দেখে চাঞ্চল্য ছড়ায়।খবর দেওয়া হয় বালি থানায়।পুলিশ এসে ব্যাগের মধ্যে থেকে মহিলার মাথা হাত ও শরীরের ওপরের টুকরো টুকরো অংশ উদ্ধার করে।অন্য চটের ব্যাগ থেকে উদ্ধার হয় জামা কাপড় ও পাঁচটি ধারালো অস্ত্র*।




















