Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
গঙ্গার চরগুলোতে আফিম চাষ প্রতিরোধে লাগাতার অভিযানে জেলা প্রশাসন...

গঙ্গার চরগুলোতে আফিম চাষ প্রতিরোধে লাগাতার অভিযানে জেলা প্রশাসন ও আবগারি দপ্তর

গঙ্গার চরগুলোতে আফিম চাষ প্রতিরোধে লাগাতার অভিযানে জেলা প্রশাসন ও আবগারি দপ্তর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গঙ্গার চরগুলোতে আফিম চাষ প্রতিরোধে লাগাতার অভিযানে জেলা প্রশাসন ও আবগারি দপ্তর। মালদহ জেলায় একসময়ে আফিম চাষের রমরমা ছিল। বিশেষ করে জেগে ওঠা নদীর চর গুলোতে পুলিশ প্রশাসন ও আবগারি দফতরের চোখে ধুলো দিয়ে অবাধে চাষ চলত এমনকি কালিয়াচক, সুজাপুর, মানিকচকের প্রত্যন্ত এলাকায় এর চাষ চলত। এক দালাল শ্রেণী সক্রিয় ছিল এই আফিমের চাষ করানোর জন্য করি কৃষকদের অর্থ দিয়ে নিযুক্ত করত।

 

পরবর্তীকালে পুলিশ প্রশাসন ও আবগারি দপ্তরের যৌথ প্রচেষ্টায় লাগাতার চেকিংয়ে এবং সচেতনতা প্রচারের মধ্য দিয়ে এই আফিম চাষ অনেকাংশে বন্ধ করা গেছে । তবুও এখনো জেগে ওঠা নদীর চরে মাঝে মাঝে দেখা যায়। তাই প্রশাসন মাঝে মাঝেই এদের বিরুদ্ধে অভিযানে নামে। এবারে মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়ার উদ্যোগে প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গঠিত একটি দল গঙ্গা নদীর অববাহিকায় অবস্থিত চরগুলিতে বিশেষ অভিযান চালায়।

আরও পড়ুন – পথ দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক বুধরাই টুডু

এই দলে ছিলেন জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাবদ,সংলিষ্ট এলাকার ব্লক আধিকারিক ও আবগারি দপ্তরের কর্তারা। নদীপথে এই চরগুলিতে কি ফসল চাষ হচ্ছে, তা সরজমিনে খতিয়ে দেখেন। বেআইনী আফিম চাষে কোন কৃষক যাতে আগ্রহী না হয় সেই বিষয়েও সতর্ক করা হয়। জেলাশাসক নীতিন সিংহনিয়া জানান মাঝেমধ্যেই এমন অভিযান চালানো হবে।

 

পাশাপাশি তিনি আরো জানান, এর সাথে ভাঙণ কবলিত এলাকাও পর্যবেক্ষণ করা হয়। একটি রিপোর্টও তৈরী করা হচ্ছে নদী ভাঙণ নিয়ে। নদী ভাঙ্গন প্রতিরোধে আগামীদিনে যাতে শুখা মরসুমে কাজ করা যায় সেই দিকে লক্ষ্য রেখে একটি পরিকল্পনা তৈরী করে রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। গঙ্গার চরগুলোতে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top