মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া ১ পঞ্চায়েতের অন্তর্গত নিমতলার রায়পাড়া ও শিকারপুরের নদীতীরবর্তী এলাকা গঙ্গার জলবৃদ্ধিতে জলমগ্ন হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরেই গঙ্গার বাঁধ এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছিল। শেষমেশ সোমবার রাত থেকে জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় নদীর জল গ্রামে ঢুকে পড়ে।
প্রায় ১৫০টি বাড়ির ভিতরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রান্না, পানীয় জল সংগ্রহ ও যাতায়াত ব্যবস্থা সবই ব্যাহত হচ্ছে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে।
