শান্তিপুরে প্রায় ২৪ ঘন্টা পরে মিলল গঙ্গার জলে তলিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে এক যুবকের মৃত দেহ! রবিবার দুপুর একটা নাগাদ শান্তিপুর দু নম্বর রেলগেট সংলগ্ন বাগচীর বাগান এলাকা থেকে একটি বাইকে চেপে চার যুবক শান্তিপুর স্টিমারঘাট গান্ধীঘাটে আসে। তাদের উদ্দেশ্য ছিল ইউটিউব ভিডিও তৈরী। তাই সূত্রের খবর অনুযায়ী,তারা গঙ্গার ঘাটে স্নান করতে নামে।কিন্তু স্নান করতে করতে হঠাৎই দুই যুবক তলিয়ে যায়। এরপরই উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায়।তবে,জানা গেছে ঘটনার পর থেকেই দুই যুবকের দেহ সন্ধানে স্থানীয় লোকজন সহ ডুবুরি নামে। তারপর শুরু হয় তল্লাশি। এদিকে,ঘটনাস্থলে সর্বক্ষণ উপস্থিত থাকে শান্তিপুর থানার পুলিশ।
তাদের তত্তাবধানে রবিবার দুপুরের পর থেকে একইভাবে ওই যুবকদের দেহর সন্ধানে তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু,কিছু মেলেনি অবশেষে,সোমবার বেলা দুটো নাগাদ শান্তিপুর গবার চর তালতলার গঙ্গার ঘাটে এক যুবকের দেহ জলে ভাসতে দেখে স্থানীয় মানুষজন বলে জানা গেছে। এর পরেই ওই গঙ্গার ঘাটে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও তারা গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে। জানা গেছে, উদ্ধার হওয়া মৃত যুবকের নাম আকাশ সরকার।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবার ও কান্নায় ভেঙে পড়ে।সূত্রের খবর,মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ।তারা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। এদিকে, একই সাথে দুই যুবকের গঙ্গার জলে তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন, “সাঁতার না জানার কারণে এই দুর্ঘটনা।”এই ঘটনায় গঙ্গার ঘাট সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আর ও পড়ুন অশোকনগর পৌর এলাকায় তিনটে গাড়ি ও একটি দোকানে আগুন
উল্লেখ্য, শান্তিপুরে প্রায় ২৪ ঘন্টা পরে মিলল গঙ্গার জলে তলিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে এক যুবকের মৃত দেহ! রবিবার দুপুর একটা নাগাদ শান্তিপুর দু নম্বর রেলগেট সংলগ্ন বাগচীর বাগান এলাকা থেকে একটি বাইকে চেপে চার যুবক শান্তিপুর স্টিমারঘাট গান্ধীঘাটে আসে। তাদের উদ্দেশ্য ছিল ইউটিউব ভিডিও তৈরী। তাই সূত্রের খবর অনুযায়ী,তারা গঙ্গার ঘাটে স্নান করতে নামে।কিন্তু স্নান করতে করতে হঠাৎই দুই যুবক তলিয়ে যায়। এরপরই উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায়।তবে,জানা গেছে ঘটনার পর থেকেই দুই যুবকের দেহ সন্ধানে স্থানীয় লোকজন সহ ডুবুরি নামে। তারপর শুরু হয় তল্লাশি। এদিকে,ঘটনাস্থলে সর্বক্ষণ উপস্থিত থাকে শান্তিপুর থানার পুলিশ।