নিজস্ব সংবাদদাতা, নদীয়া :- এখনো গঙ্গা ভাঙন অব্যাহত। তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা চাষের জমি, সেই সঙ্গে বাসস্থানের ঘর। চরম আতঙ্কে দিন কাটছে গঙ্গার তীরবর্তী অবস্থানকারী কয়েকশো পরিবারের। সূত্রের খবর,নদীয়ার শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় প্রায় শতাধিক পরিবার বসবাস করে। বর্ষা শুরু হতেই গঙ্গার জলের গতি এবং পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। সেই কারণে প্রতিবছর বর্ষা এলেই বিঘা বিঘা চাষের জমি দিনের পর দিন তলিয়ে যায় গঙ্গার বুকে। এবছর তার ব্যতিক্রম নয়। প্রায়ই নিত্যদিন একে একে চলে যাচ্ছে বিঘা বিঘা চাষের জমি। গ্রামবাসীরা যেখানে বসবাস করেন সীমানা ভাঙতে ভাঙতে কাছে চলে এসেছে গঙ্গা । এইভাবে ভাঙতে থাকলে দিন কয়েকের মধ্যে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরো গ্রামটাই। স্থানীয়দের অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। মাঝেমধ্যে সামান্য কিছু বালির বস্তা দিয়ে গঙ্গার পাড় বাধানোর চেষ্টা করা হয়। কিন্তু তাও আবার কিছুদিনের মধ্যে তলিয়ে যায়। করোনার কারনে লকডাউন অবস্থায় কাজকর্ম বন্ধ , চাষীদের মূলত ফসলের উপর এই জীবিকা নির্ভর করে। সেই চাষের জমি তলিয়ে যাওয়ায় আরও দুর্বিষহ হয়ে পড়েছে তাদের বেঁচে থাকা।
গঙ্গার ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে চাষের জমি, আতঙ্কে কয়েকশো পরিবার
গঙ্গার ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে চাষের জমি, আতঙ্কে কয়েকশো পরিবার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram