গঙ্গাসাগর মেলাকে ঘিরে রেলের বড় প্রস্তুতি, শিয়ালদহ ডিভিশন থেকে চলবে ১২৬টি বিশেষ ট্রেন

গঙ্গাসাগর মেলাকে ঘিরে রেলের বড় প্রস্তুতি, শিয়ালদহ ডিভিশন থেকে চলবে ১২৬টি বিশেষ ট্রেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – সামনেই গঙ্গাসাগর মেলা। প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নানের উদ্দেশ্যে রওনা দেবেন। বিপুল এই ভিড় সামলাতে এবং যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতি শুরু করেছে ভারতীয় রেল।

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে শিয়ালদহ ডিভিশন থেকে মোট ১২৬টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে গঙ্গাসাগর মেলার সময় ৭২টি বিশেষ ট্রেন চালানো হলেও এ বছর যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে—এই আশঙ্কাতেই বিশেষ ট্রেনের সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে।

যাত্রী নিরাপত্তা ও ট্রেন চলাচল সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার পঙ্কজ যাদব কন্ট্রোলার ও সুপারভাইজারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেই বৈঠকে তিনি স্পষ্ট করে জানান, এত বিপুল সংখ্যক বিশেষ ট্রেন পরিচালনায় কন্ট্রোল অফিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে ট্রেনের নির্ধারিত সময়সূচি মেনে চলা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং যাত্রী পরিষেবায় কোনও রকম গাফিলতি না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যাত্রীদের কোনও ধরনের অসুবিধা দেখা দিলে তা দ্রুত ও কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশও দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রেলের এই বিশেষ উদ্যোগে পুণ্যার্থীদের যাত্রা অনেকটাই সহজ ও নিরাপদ হবে বলেই আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top