গঙ্গা ভাঙন নিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ তুলে প্রতিবাদ সভা তৃণমূলের।গঙ্গা নদী ভাঙন নিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ তুলে প্রতিবাদ সভার আয়োজন করলো সামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার সামসেরগঞ্জের কাকুরিয়া সংলগ্ন মাঠে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গঙ্গা ভাঙন কবলিত পরিবারগুলোও সামিল হন প্রতিবাদ সভায়। এদিন কার্যত বাম কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
উল্লেখ করা যেতে পারে, শনিবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বোগদাদনগর অঞ্চলের প্রতাপগঞ্জ এলাকায় গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে কার্যত ব্যাপক ক্ষোভের মুখে পড়েন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
এসময় তার সঙ্গে ছিলেন বিধায়ক সহ অন্যান্য আধিকারিকরা। উত্তেজনার এক পর্যায়ে হাতাহাতি ও ইট পাটকেল ছোঁড়া হয়। জখম হন তৃণমূলের পাঁচ কর্মী সহ মোট ছয়জন। ঘটনায় রাতেই সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় হারুন অল রশিদ নামে এক বাম কর্মীকে। উত্তেজনার ঘটনায় সরাসরি সিপিএমের দিকে অভিযোগের আঙ্গুল তুলেন স্বয়ং বিধায়ক আমিরুল ইসলাম। আর ঠিক তার পরের দিনই ভাঙন নিয়ে বাম কংগ্রেসের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন – পূজার দিনগুলিতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় বাজবে না ডি.জে
উল্লেখ্য, গঙ্গা নদী ভাঙন নিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ তুলে প্রতিবাদ সভার আয়োজন করলো সামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার সামসেরগঞ্জের কাকুরিয়া সংলগ্ন মাঠে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গঙ্গা ভাঙন কবলিত পরিবারগুলোও সামিল হন প্রতিবাদ সভায়। এদিন কার্যত বাম কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।