করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গঙ্গোপাধ্যায়

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায় । সোমবার সন্ধ্যেবেলা কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তাঁর। তারপরেই দক্ষিণ কলকাতার  আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে গতকাল গভীর রাতে ভর্তি করা হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভকে। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলেই সূত্রের খবর। গত দু’দিন ধরেই জ্বর ও সর্দি থাকায় চিকিতসকদের  পরামর্শে করোনা পরীক্ষা করেন সৌরভ। রিপোর্ট পজিটিভ আসার পরই কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে করোনা সংক্রান্ত কোন উপসর্গ সৌরভের ছিল না।

 

তবে গত কিছুদিনে সৌরভ দেশ এবং বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। তবে সৌরভ অসুস্থ হলেও তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানাক করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শুটিং বাতিল করা হয়। গত জুলাই মাসে সৌরভের দাদা ও সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলতি বছর জানুয়ারিতে সৌরভের হৃদযন্ত্রে বসানো হয়েছে স্টেন্ট।

 

তারপর থেকেই সৌরভকে শরীরের ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে। যার ফলে কোনওরকম ঝুঁকি না নিয়েই প্রাক্তন ভারত অধিনায়ককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে বা তারও বেশি সময় ধরে, ভারতের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণে বৃদ্ধি পেয়েছে। করোনার নয়া প্রজাতি হানায় ফের বিপর্যস্ত ব্রিটেন, আমেরিকা-সহ ইউরোপ, এশিয়ার একাদিক দেশ। এদিকে ক্রিস্টমাস ও নতুন বছর উপলক্ষে সব দেশেই এখন উতসবের  মরসুম। বাড়ছে করোনার দৈনিক সংক্রমণও। বাইশ গজেও তার প্রভাব পড়ছে। তৃতীয় ঢেউয়েরও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

আর ও পড়ুন    টিকাকে ‘না’ বলা বেলজিয়ামের ‘সবচেয়ে শক্তিশালী পুরুষের’ করোনায় মৃত্যু

 

তবে মহারাজের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই উদ্বেগে তাঁর অসংখ্য অনুগামী। যদিও গত কয়েকদিনে সৌরভের সংস্পর্শে যারা এসেছেন তাঁদের খোঁজ চালানো হচ্ছে। প্রয়োজনে তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে। এমনটাই জানা যাচ্ছে। জানা যায়, গত কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন সৌরভ। এরপরেই করোনা পরীক্ষা করান তিনি।  জানা যাচ্ছে, সৌরভের উপসর্গ মৃদু। অন্য কোনও সমস্যা নেই। যদিও মহারাজ চাইছেন হাসপাতালে না থাকতে, ফলে বাড়িতেই হয়তো তাঁকে নিয়ে আসা হবে। সৌরভ  কীভাবে করোনাতে আক্রান্ত হলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top