রাজ্যে একটা বছর গণতন্ত্রের ইতিহাসে কলঙ্কময় বছর, বললেন দিলীপ ঘোষ

রাজ্যে একটা বছর গণতন্ত্রের ইতিহাসে কলঙ্কময় বছর, বললেন দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গণতন্ত্রের

রাজ্যে একটা বছর গণতন্ত্রের ইতিহাসে কলঙ্কময় বছর, বললেন দিলীপ ঘোষ । ভোট-পরবর্তী হিংসার এক বছর পূর্তি হলো।  কলকাতার বিভিন্ন জায়গায় জায়গায় হোডিং পড়েছে এই প্রশ্নের জবাবে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, গত একটা বছর পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাস একটা কলঙ্কময় বছর এবং যারা বলেছিলেন যে মানুষ আমাদের দিয়েছে তারাই আজকে মানুষকে এত কষ্ট দিচ্ছেন মানুষ হাহাকার করছেন অতি সাধারণ মানুষ যারা কে ৫০০ টাকার জন্য কেউ বলেছে ,রেশন কেউ বলেছেন অন্যকিছু ভাতা, দুয়ারে সরকার এতে প্রলুব্ধ হয়ে ভোট দিয়েছিলেন তারা আজকে সবচেয়ে বেশি আক্রান্ত অপমানিত অত্যাচারিত হচ্ছেন,1 বছর যায়নি একটা ফুল মেজরিটি সরকার কি করে ধীরে ধীরে মানুষ থেকে সরে যাচ্ছে মানুষ হাহা কার করছে সেটা বোঝা গেল একটা বছর গণতন্ত্রের ইতিহাসে কলঙ্কময় বছর।

২০২৪ এ সেন্ট্রাল থেকে বিজেপিকে উপড়ে ফেলে দেওয়া হবে, এই প্যারসঙ্দেগে দিলীপ ঘোষ বলেন, যাদের নিজেদের পা শক্ত নেই তারা অন্যকে কি করে উপরে ফেলবে ।সরকার এত দিন চলল তার শেকড়ই হলো না এবং কিছু বিশেষ টাইপের লোক যারা কামিয়ে দেবে পার্টিকে টাকা দেবে নেতাদেরকে তাবেদারী করে কামাবে এরকম লোকদের নিয়ে সরকার চলেছে পার্টি চলেছে সেই পাটির ভেতর থেকে আওয়াজ টা আসছে যাদের কোনো নিয়ম নেই আইন মানে না যারা কোন গণতন্ত্রের ধার ধারেনা সেইসব লোক ই সরকার চালাচ্ছে ফলে পশ্চিমবঙ্গের মানুষের এত দুর্গতি।

 

আরও পড়ুন – সার্বিকভাবে শেষ হল উচ্চমাধ্যমিক- কবে বেরোবে ফলাফল!

 

অর্জুন সিং এর পাশে সীতারাম ইয়েচুরি এই প্রসঙ্গে তিনি বলেন, জুট শিল্পের সর্বনাশ এর পিছনে বিরাট অবদান আছে সিপিএমের যদি মনে হয় শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে পাট শিল্পের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে তাহলে প্রায়শ্চিত্ত করার জন্য রাস্তায় নামুন যে আমরা ভুল করেছিলাম তারপর ক্ষমা চেয়ে নিয়ে কাজ করুন।

বারাসাত সাংগঠনিক জেলায় পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, কোথাও কোথাও এখনো ক্ষোভ বিক্ষোভ আছে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সবাই পার্টিতে যখন কাজে লেগে যাবে সব স্বাভাবিক হয়ে যাবে।

 

বিজেপির কলকাতায় মহা মিছিল হচ্ছে সেই প্রসঙ্গে তিনি বলেন,আজকের দিনে বহু কর্মীকে হত্যা করা হয়েছিল বহু মহিলার উপর অত্যাচার হয়েছিল হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছিল এই দিনটা ভুলবোনা কাউকে ভুলতেও দেবো না  গণতন্ত্রকে কিভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল আমি সেই সময় রাজ্যের বিজেপি সভাপতি ছিলাম ওই সময়ে যে ধরনের কাজ হয়েছে তাদের আত্মার শান্তির জন্য গঙ্গায় যাব সেখানে তর্পণ করব বলে তিনি বলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top