পুরভোটে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে, বললেন দিলীপ ঘোষ

পুরভোটে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে, বললেন দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গণতান্ত্রিক

পুরভোটে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে, বললেন দিলীপ ঘোষ। নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে  এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ফের বিস্ফোরক হলেন।  রাজ্যে প্রায় ১১ হাজার বুথে হিংসা ও ভোটলুটের অভিযোগ বিরোধীদের। সেখানে ২ টি বুথে পুনর্নির্বাচন। .এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমার মনে হয়, রাজ্যপাল বলেছেন, তাই তাঁর সম্মান রক্ষার্থে দুটি বুথে পুনঃনির্বাচনের করা হচ্ছে। ইচ্ছা ছিল না।কারণ, সরকারি অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছে। সরকার চাইছে বিরোধীশূন্য রাজনীতি। সমস্ত প্রার্থীকে সরিয়ে কেবলমাত্র টিএমসি থাকবে, যেটা তারা পঞ্চায়েত নির্বাচনে করেছে।

 

পৌরসভা ভোটলুট ও হিংসার প্রতিবাদে গতকাল বনধ ডেকেছিলেন, কতটা সফল হয়েছে? এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কলকাতার আশেপাশে বনধ সফল হয়নি। আমাদের লোকেরা বিক্ষোভ দেখিয়েছে। গায়ের জোর লাগাইনি, গাড়ি জ্বালাইনি, বাস ভাঙিনি, জোর করে ট্রেন আটকাইনি। বন যেভাবে হয় বাংলায় গায়ের জোরে, সিপিএম ক্ষমতায় থাকতে পুরো ক্ষমতা লাগিয়ে বন্ধ করতো, টিএমসি একমাস আগে থেকে প্রচার করে ভয় দেখাতো। চেয়েছিলাম মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে তাই মানুষ প্রতিবাদ করুন।

 

আনিস খানের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হল। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিষয়টা হচ্ছে বাংলা রাজনীতিক কোন নতুন কোন বিষয় নয়। সেই সময় থেকে ইমারজেন্সি সময় থেকে দেখে আসছি আমরা আস্তে আস্তে বেড়েছে, সিপিএম আমলে হয়েছে। টিএমসি আমলে তা ছাপিয়ে গেছে। মদন মিত্রর লোকজন বলছে, পুলিশ নিয়ে তাঁরা ক্ষুব্ধ। এত লোক হত্যা হয়, কেউ সুবিচার পায়না। কথায় কথায় সিবিআই তদন্ত চাওয়া হচ্ছে, সরকার পুরোপুরি ব্যর্থ

 

আর ও পড়ুন     বিজেপির ডাকা বনধে তেমন প্রভাব পড়লো না ঝাড়গ্রাম জেলায়

 

আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফর যাচ্ছেন দিলীপ ঘোষ। এই নিয়ে তিনি বলেন, কাল যাচ্ছি। প্রথমে ইতালি, তারপর ওখান থেকে জামাইকা, ভিনসেন্ট আইল্যান্ড, সার্বিয়া যাচ্ছি। সৌজন্যমূলক সম্পর্কের জন্য যাওয়া। রাষ্ট্রপতির সাথে বিদেশ সফরে ইতালি,ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, সার্বিয়া যাবেন রাষ্ট্রপতি, পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন কারণে রাষ্ট্রপতি এইরকম সফর করেন। আগেও গেছিলাম আফ্রিকাতে রাষ্ট্রপতির সাথে।

 

ইউক্রেন নিয়ে মুখমন্ত্রীর ফোন প্রধানমন্ত্রীকে, কী বলবেন? এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের অপেক্ষায় বসে নেই মোদীজি। সরকার নিজের পয়সায় ভারতীয়দের ফেরাচ্ছে। এর আগেও বিভিন্ন সময় সরকার ভারতীয়দের ফিরিয়েছে। ওই দেশে প্লেন নামানো সম্ভব নয় বলে আশেপাশের দেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে ভারতীয়দের। এর আগেও আম্ফান যশ এর সময় রাজ্য কন্ট্রোলরুম খুলেছিল। কেউ ফোন ধরেননি। সব দেখানোর জন্য, গাঁয়ে মানে না আপনি মোড়ল।

RECOMMENDED FOR YOU.....