ফের হাড় হিম করে দেওয়ার মতো ধর্ষণের ঘটনা ঘটল উত্তর প্রদেশে। সেরাজ্যের সাম্ভাল জেলায় রাজপুরা থানা এলাকায় বছর ৩৫-এর মহিলাকে গণধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারা হল মন্দিরের যজ্ঞশালায় এনে। নিহত মহিলার স্বামীর দাবি, তাঁকে পুড়িয়ে মারার আগে পুলিসকে ১০০ ডায়ালে ফোন করে যোগাযোগের চেষ্টা করেছিলেন ওই মহিলা। কিন্ত ফোনের ওপারে কোনও সাড়া মেলেনি। ঘটনায় ৫ অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। তবে কেউ গ্রেফতার হয়নি।