রেল লাইনের জন্য জমি অধিগ্রহনের দাবি নিয়ে গণস্বাক্ষর করে শান্তনু ঠাকুরের আবেদন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বনগাঁ বয়রা রেল লাইনের জন্য জমি অধিগ্রহনের দাবি নিয়ে গণস্বাক্ষর করে শান্তনু ঠাকুরের আবেদন । উত্তর ২৪ পরগনার সীমান্ত লাগোয়া বাগদা ব্লক বাগদা ব্লকের কয়েক লক্ষ সাধারণ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম সড়ক পথ । এই এলাকার দীর্ঘদিনের দাবি রেললাইন । ২০০৯ সালে ইউ পি এ – ২ সরকারে দ্বিতীয়বারের জন্য রেল মন্ত্রী হওয়ার পরে বাগদার মানুষের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ থেকে বাগদা পর্যন্ত রেল লাইনের জন্য শিলান্যাস করেছিল । কিন্তু বাগদার মানুষের রেললাইনের আশা পূরণ হয়নি ।
এবার বাগদার মানুষের কথা ভেবে বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জমি অধিগ্রহণের জন্য দাবি জানিয়ে ৫ হাজার গণস্বাক্ষর করিয়ে চিঠি দিলেন বৃহস্পতিবার ।
এই বিষয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন সংসদীয় এলাকার চাহিদা অনুসারে আমি ২ মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জমি অধিগ্রহণ প্রসঙ্গে চিঠি দিয়েছিলাম তার কোনো উত্তর আসেনি । আবার গণস্বাক্ষর করে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছি । তিনি জমি অধিগ্রহনের ব্যবস্থা করলে বাগদা থেকে বয়রা পর্যন্ত রেল লাইন করা হবে বলে রেল মন্ত্রী আমাকে জানিয়েছে ।
আর ও পড়ুন শহীদ তিতুমীরের ২৪১ তম জন্মদিন উদযাপন নারকেলবেড়িয়ায়
অন্যদিকে,শান্তনু ঠাকুরের আবেদনে সাড়া রেলের। বনগাঁ রানাঘাট ডবল লাইন ও ঠাকুরনগর স্টেশনের ৩ নাম্বার প্ল্যাটফর্ম এবং সাবওয়ে নির্মাণের জন্যে অর্থ বরাদ্দের সুপারিশ রেলের । উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর রেলমন্ত্রীর কাছে বনগাঁ থেকে রানাঘাট ডাবল লাইন, ঠাকুরনগর স্টেশনে তিন নাম্বার প্ল্যাটফর্ম ও ঠাকুরনগর এলাকায় দুটি সাবওয়ে নির্মাণের আবেদন জানিয়েছিলেন ।
রেলের তরফ থেকে প্রস্তাবিত প্রকল্পগুলি পরিদর্শন করে অর্থ বরাদ্দের জন্য মূল্য নির্ধারণ করে অর্থ দপ্তরের কাছে সুপারিশ করেছে বলে জানিয়েছেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর । তিনি জানান আগামী বাজেট অধিবেশনে এই প্রকল্প গুলির জন্য অর্থ বরাদ্দ হবে বলে তিনি মনে করেন । বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ঠাকুরনগরের নিজের বাসভবনে এই প্রকল্পগুলি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ।