গত একবছরে বক্সার জঙ্গলে দেখা মিলল রয়াল বেঙ্গল টাইগার,ব্ল্যাক প্যান্থার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার। ফের আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল লাগোয়া বসতি এলাকা থেকে উদ্ধার হলো একটি হিমালয়ান ব্ল্যাক বিয়ারের শাবক।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগান এলাকায়।
বৃহস্পতিবার সকালে নিউল্যান্ডস চা বাগানের শ্রমিকরা বাগানে কাজে যাবার সময় দেখতে পান হিমালয়ান ব্ল্যাক বিয়ারের ওই শাবকটি রায়ডাক নদীর ধারে জনবসতি এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
এরপরেই স্থানীয় বাসিন্দারা বক্সা টাইগার রিজার্ভে খবর দেয়।ঘটনাস্থলে গিয়ে কুমারগ্রাম রেঞ্জের বনকর্মীরা ভালুক শাবকটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে।
বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে ভালুক শাবকটিকে উদ্ধার করে কুমারগ্রাম রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।তারপর একজন পশু চিকিৎসককে দিয়ে তার স্বাস্থ্য পরিক্ষা করা হয়। এরপর সেটিকে বক্সার কোর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।
চলতি মাসেই আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবরি চা বাগান থেকে একটি পূর্ণ বয়স্ক হিমালয়ান ব্ল্যাক বিয়ার উদ্ধার করে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। এরপর সেটিকে বক্সা টাইগার রিজার্ভের কোর এলাকায় ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন – কুলিকের ছবিতে সাজবে রায়গঞ্জ রেলস্টেশন
সম্প্রতি জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাটের গ্যারগেন্ডা চা বাগান থেকে একটি পূর্ণ বয়স্ক হিমালয়ান ব্ল্যাক বিয়ারের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়।
বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে গত এক বছরে রয়াল বেঙ্গল টাইগার, ব্ল্যাক প্যান্থার, হিমালয়ান ব্ল্যাক বিয়ারের দেখা মেলায় খুশির আমেজ বক্সা টাইগার রিজার্ভের বনকর্তাদের মধ্যে।
রাজ্যের বনকর্তারা জানিয়েছেন বক্সা টাইগার রিজার্ভে পরপর রয়াল বেঙ্গল টাইগার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া খুব খুশির খবর।বর্তমানে রাজ্যের সমস্ত জঙ্গল গুলোর মধ্যে একমাত্র বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে এই তিন ধরনের প্রাণীর দেখা মিলছে।এর আগেও বক্সার জঙ্গলে ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া গিয়েছে।