গত ১০০ বছরে প্রথম ভারতীয় বিজ্ঞানী ‘ফেলোশিপ’ প্রাপ্ত জি সতীশ রেড্ডি

গত ১০০ বছরে প্রথম ভারতীয় বিজ্ঞানী ‘ফেলোশিপ’ প্রাপ্ত জি সতীশ রেড্ডি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৭ নভেম্বর, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চ্যায়ারম্যান জি সতীশ রেড্ডিকে যুক্ত রাজ্যের রয়্যাল এরোনেটিকাল সোসাইটি কর্তৃক সম্মানসূচক ফেলোশিপ প্রদান করল। জি সতীশ রেড্ডি গত ১০০ বছরের প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি প্রথম ফেলোশিপ দ্বারা সম্মানিত হলেন।

রয়্যাল এরোনেটিকাল সোসাইটি ভারতের দেশীয় নকশা, অস্ত্রশস্ত্র, ভেহিকেলস, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেপ্লোয়মেন্ট অব মিসাইল সিসটেম, প্রযুক্তির উন্নয়ন ও স্থাপনার ক্ষেত্রে রেড্ডির অবদানকে স্বীকৃতি জানায়। ডঃ রেড্ডির নেতৃত্বাধীনেই দেশের প্রথম অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, যা অত্যন্ত উচ্চতর প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছিল, যার দ্বারা ভারত এই জাতীয় ক্ষমতা নিয়ে চারটি দেশের একটি নির্বাচিত দলে যোগ দেয়। সতিশ রেড্ডি ‘রকেট ম্যান’ হিসাবেও পরিচিত। তিনি উন্নত অ্যাভিওনিক্স প্রযুক্তিতে ভারতকে স্বনির্ভর করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top