ঝাড়গ্রামে বিজেপি সংগঠনে ‘গনপদত্যাগ’! দল ছাড়লেন ৮০ জন নেতা। একদিকে রাজ্য সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে ঝাড়গ্রামে বিজেপি সংগঠনে ‘গনপদত্যাগ’। সরগরম বৃহস্পতিবারের রাজ্য রাজনীতি। জানা গেছে, বৃহস্পতিবার বিজেপি দলের ৮০ জন নেতা তাদের পদ থেকে গন পদত্যাগ করলেন। যার মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য 16 জন।
এই প্রসঙ্গে বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য চন্দ্রশেখর প্রতিহার বলেন আমরা যে জেলা কমিটির সদস্য হয়েছি তা আমরা নিজেরাই জানি না । আমরা কি কাজ করব তাও জানিনা । আমাদের সাথে আলোচনা না করে আমাদের পদ দেওয়া হয়েছে । কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় সমস্যার মধ্যে পড়েছি। কিন্তু ঝাড়গ্রাম জেলার বিজেপির সভাপতি তুফান মাহাতো আমাদের কোনো গুরুত্ব দেয়নি। সম্প্রতি মণ্ডল কমিটির তালিকা প্রকাশ হয়েছে। তা নিয়ে দলের কর্মীরা ক্ষুব্ধ রয়েছে।
আরও পড়ুন- ফের প্রাতঃভ্রমণণে বেরিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ
যাদের কে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের সাথে সামান্যটুকু আলোচনা করা হয় নি। তাই দলের একজন কর্মী হিসেবে আমরা থাকতে চাই । আমরা কোন পদে থাকতে চাইনা । সেই জন্য বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে দলের জেলা কমিটির কার্যালয়ে এসে ছিলাম আমরা আমাদের পদত্যাগপত্র দলীয় নেতৃত্বের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু দলীয় কার্যালয়ে সভাপতি ছিলেন না, ছিলেন না কোন পদাধিকারী। তাই আমরা সংবাদমাধ্যমের সামনে গণপদত্যাগের কথা ঘোষণা করলাম।
প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার একটি আসনও জিততে পারেনি বিজেপি। অন্যদিকে, সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে ঝাড়গ্রাম পৌরসভার 18 টি আসনের একটিতেও জয়লাভ করতে পারেনি বিজেপি। যার ফলে একের পর একে বিজেপি নেতা পদত্যাগ করতে থাকেন। এরপর এই ঘটনা রীতিমত বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। গনপদত্যাগ