Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Smuggled sand lorries seized with food distribution boards

গনবন্টনের খাদ্য সামগ্রী বোর্ড লাগিয়ে পাচার হওয়া বালির লরি আটক

গনবন্টনের খাদ্য সামগ্রী বোর্ড লাগিয়ে পাচার হওয়া বালির লরি আটক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গনবন্টনের

গনবন্টনের খাদ্য সামগ্রী এই বোর্ড লাগিয়ে পাচার হচ্ছিলো বালি। পুলিশি অভিযানে আটক দুইটি বালি বোঝাই লরি। গ্রেফতার দুই। বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে জলপাইগুড়ি শান্তি পাড়া এলাকা দিয়ে বালি পাচার করা হচ্ছে।

 

খবর পেয়ে ছুটে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অভিযানে গিয়ে সেখান থেকে দুটি লরিকে  দাড় করাতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশের। তারা দেখতে পান লড়ি দুটির সামনে লাগানো রয়েছে গন বন্টনের খাদ্য সামগ্রী সরবারাহের বোর্ড।

 

আর ও পড়ুন    নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার মায়ের প্রেমিককে গ্রেফতার করল পুলিশ

 

এরপর তারা লরিতে  তল্লাশি চালাতেই দেখতে পায় বালি বোঝাই রয়েছে। এরপর চালককের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে তারা তা দেখাতে না পারলে লড়ি সমেত দুই চালকে নিয়ে আসে থানায়। ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত টেলিফোনে জানিয়েছেন, অবৈধ বালি পাচারকারীদের বিরুদ্ধে আমাদের কড়া নজরদারি রয়েছে।আজ এই দুই লরি  চালক তাদের লড়ির সামনে গন বন্টনের খাদ্য সামগ্রী সরবরাহের বোর্ড লাগিয়ে বালি পাচার করছিলো।

 

কোতোয়ালি থানার পুলিশ লড়ি বাজেয়াপ্ত করে দুই লরি  চালককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। আগামীকাল এদের আদালতে তোলা হবে।

 

উল্লেখ্য, গনবন্টনের খাদ্য সামগ্রী এই বোর্ড লাগিয়ে পাচার হচ্ছিলো বালি। পুলিশি অভিযানে আটক দুইটি বালি বোঝাই লরি। গ্রেফতার দুই। বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

 

রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে জলপাইগুড়ি শান্তি পাড়া এলাকা দিয়ে বালি পাচার করা হচ্ছে। খবর পেয়ে ছুটে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অভিযানে গিয়ে সেখান থেকে দুটি লরিকে  দাড় করাতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশের। তারা দেখতে পান লড়ি দুটির সামনে লাগানো রয়েছে গন বন্টনের খাদ্য সামগ্রী সরবারাহের বোর্ড।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top