গন্ডারের হামলায় জলদাপাড়ায় মৃত্যু হলো এক জনের

গন্ডারের হামলায় জলদাপাড়ায় মৃত্যু হলো এক জনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গন্ডারের

গন্ডারের হামলায় আলিপুরদুয়ার জেলার  জলদাপাড়ায় মৃত্যু হলো এক জনের। জানা যায়,  সবজি কিনতে জঙ্গলের পথে মাদারিহাট যাবার সময় গন্ডারের আক্রমণে মৃত্যু হল এক সবজি ফেরিওয়ালার। জলদাপাড়া এলাকার নতুনপাড়ার বাসিন্দা দিলীপ কুমার সেন ( ৪৮ ) সব্জি কেনার জন্য জলদাপাড়া থেকে মাদারি হাট যাচ্ছিলেন, সেই সময় জলদাপারা ১নং ব্রিজের কাছে গন্ডারের হামলায় মৃত্যু হয় তার ।

 

পরিবার সূত্রে জানা যায়, তার নতুন পাড়া তে সব্জির দোকান রয়েছে তার , এবং দোকানে বেচবার জন্য সব্জি আনতে তিনি মাদারি হাট এর উদ্দেশে রওনা দিয়েছিলেন । জঙ্গলের মাঝে ১নং ব্রিজের কাছে গন্ডার হামলা চালায় তার ওপর । বন কর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারি হাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

 

আর ও পড়ুন    কয়েক লক্ষ মূল্যের বন রুইয়ের আঁশ উদ্ধার

 

যদিও জলদাপাড়ার বন দফতর সুত্রে  জানা গিয়েছে, জঙ্গলের রাস্তার মাঝে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে ।আমরা পুলিশ কে জানিয়েছি। তবে গান্ডারের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা তা ময়নাতদন্তের পরেই বলা যাবে ।

 

উল্লেখ্য, গন্ডারের হামলায় আলিপুরদুয়ার জেলার  জলদাপাড়ায় মৃত্যু হলো এক জনের। জানা যায়,  সবজি কিনতে জঙ্গলের পথে মাদারিহাট যাবার সময় গন্ডারের আক্রমণে মৃত্যু হল এক সবজি ফেরিওয়ালার। জলদাপাড়া এলাকার নতুনপাড়ার বাসিন্দা দিলীপ কুমার সেন ( ৪৮ ) সব্জি কেনার জন্য জলদাপাড়া থেকে মাদারি হাট যাচ্ছিলেন, সেই সময় জলদাপারা ১নং ব্রিজের কাছে গন্ডারের হামলায় মৃত্যু হয় তার । পরিবার সূত্রে জানা যায়, তার নতুন পাড়া তে সব্জির দোকান রয়েছে তার , এবং দোকানে বেচবার জন্য সব্জি আনতে তিনি মাদারি হাট এর উদ্দেশে রওনা দিয়েছিলেন ।

 

জঙ্গলের মাঝে ১নং ব্রিজের কাছে গন্ডার হামলা চালায় তার ওপর । বন কর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারি হাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top