Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Not only eating food, people can be fat even if the smell of food is dry!

শুধু খাবার খেলেই নয়, খাবারের গন্ধ শুকলেও মোটা হতে পারে মানুষ!

শুধু খাবার খেলেই নয়, খাবারের গন্ধ শুকলেও মোটা হতে পারে মানুষ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গন্ধ

শুধু খাবার খেলেই নয়, খাবারের গন্ধ শুকলেও মোটা হতে পারে মানুষ!। শুধু খাবার খেলেই নয়, খাবারের ঘ্রাণেও মোটা হতে পারে মানুষ! আপনি ভাবছেন একি বলছে। কিন্তু অবাস্তব মনে হলেও এটাই সত্য।  অতিরিক্ত খাবার খেলে দ্রুত ওজন বেড়ে যায় এ কথা আমাদের সবারই জানা। তবে ঘ্রাণ নিলেও বেড়ে যেতে পারে ওজন। এমনই তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনই এক অদ্ভুত তথ্য জানিয়েছেন।

 

তাদের মতে, খাবারের সুবাসেও শরীরের কয়েকটি হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ওই হরমোনগুলো ওজন বাড়ার কারণ হয়ে দাঁড়ায়। গবেষকরা ইঁদুরের শরীরে এই পরীক্ষা চালান। এতে কয়েকটি স্বাস্থ্যবান ইঁদুরকে কম ক্যালোরির খাবার দেয়া হয়।

 

অন্যদিকে তাদের পছন্দের খাবারের গন্ধ শোঁকানোর ব্যবস্থা করেন গবেষকরা। এরপর তাদের ওজন মেপে দেখা যায় ইঁদুরগুলোর ওজন বেড়ে গেছে। অন্য দলের স্বাস্থ্যবান ইঁদুরের ঘ্রাণশক্তি কমিয়ে দেন গবেষকরা। বেশি ক্যালোরির খাবার খাওয়ানোর পরও দেখা যায় প্রথম দলের চেয়ে তাদের ওজন অনেকটাই কমে গেছে।

 

আর ও পড়ুন    মন খারাপ শোয়েব-এর, কেন জানেন ?

 

শুধু ইঁদুর নয় গবেষকরা জানায়, অন্য স্তন্যপায়ীদের ক্ষেত্রেও কথাটি সত্যি। এমনই দাবি গবেষদের। তাদের মতে, যে হরমোনের কারণে ইঁদুরের ওজন বেড়েছে, একই ধরনের হরমোন মানুষের শরীরেও আছে। তাই ইঁদুরের মতো মানুষের শরীরের খাবারে গন্ধ নেয়ার প্রভাব পড়তে পারে অর্থাৎ কম ক্যালরিযুক্ত খাবার খেলেও সুগন্ধ বেশি থাকলে মানুষ মোটা হতে পারে।

 

ক্যালরিযুক্ত খাবারের গন্ধও শরীর স্থূলকায় করে দিতে পারে। ঘ্রাণশক্তির অদ্ভূত আচরণে আপনি সহজেই মুটিয়ে যেতে পারেন! ইঁদুরের ওপর চালানো এ গবেষণাটি মানুষের ওপরও চালানো হবে। যদি সেটা সফল হয়, তবে বিজ্ঞানের নতুন এক দিগন্ত খুলে যাবে।

 

উল্লেখ্য, শুধু খাবার খেলেই নয়, খাবারের গন্ধ শুকলেও মোটা হতে পারে মানুষ!। শুধু খাবার খেলেই নয়, খাবারের ঘ্রাণেও মোটা হতে পারে মানুষ! আপনি ভাবছেন একি বলছে। কিন্তু অবাস্তব মনে হলেও এটাই সত্য।  অতিরিক্ত খাবার খেলে দ্রুত ওজন বেড়ে যায় এ কথা আমাদের সবারই জানা। তবে ঘ্রাণ নিলেও বেড়ে যেতে পারে ওজন। এমনই তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনই এক অদ্ভুত তথ্য জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top